শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

একনেকে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন

৫ লাখ ভূমি-গৃহহীন পাবে ঘর

সারা দেশের ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ও অসহায় ৪ লাখ ৮৬ হাজার পরিবারকে পাকা ঘর করে দেওয়া হবে। এজন্য তাদের প্রত্যেককে ২ লাখ ৪০ হাজার টাকা দিতে আশ্রয়ণ-২ প্রকল্পটি চতুর্থ সংশোধন করা হলো।

এটিসহ মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ২১১ কোটি টাকা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড, শামসুল আলমসহ বিভিন্ন সচিব উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আশ্রয়ন-২ প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মূল অনুমোদিত প্রকল্পের ব্যয় ছিল ১ হাজার ১৬৯ কোটি ১৮ লাখ টাকা। এরপর কয়েকবার সংশোধন করা হয়েছে। কাজের পরিধি বাড়ার ফলে চতুর্থবারের মতো সংশোধন করা হলো। এতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ১১ হাজার ১৪২ কোটি ৮৭ লাখ টাকা। এতে পাঁচ লাখ মানুষকে পাকা বাড়ি দিতে সরকার আরও ৬ হাজার ৩১৬ কোটি টাকা ব্যয় করবে। প্রকল্পটির মেয়াদও বাড়িয়ে ২০২৩ সালের জুন ধরা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। ১০৯৬ সালে প্রধানমন্ত্রী শুরু করেছিলেন। মাঝে অন্যরা বন্ধ করে দেয়। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার গুরুত্ব দিয়ে এটা চালু করেন। নানা কারণে এর ব্যয় বাড়ছে। আরও বাড়লে সমস্যা নিই। কারণ কেউ যাতে আশ্রয়হীন না থাকে সেই ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় ৫ হাজার ১৪৯টি পাকা ব্যারাক, চরাঞ্চলে ৫ হাজার ৭৮টি সিআইসিট ব্যারাক, ৪ হাজার ৩৯৩টি সেমিপাকা ব্যারাক নির্মাণ এবং ৬০টি বহুতল ভবন নির্মাণ হবে। ১ হাজার ১২০টি কমিউনিটি সেন্টার, ৫৮০টি বিশেষ ডিজাইনের ঘর, ৫৬৫টি ঘাটলা, অভ্যন্তরীণ রাস্তা, বক্স কালভার্ট, পাকা ড্রেন ও স্লপ প্রোটেকশন নির্মাণ করা হবে। সব প্রকল্প গ্রামে অগভীর-গভীর নলকূপ ও অভ্যন্তরীণ রাস্তাও থাকবে।

সভায় অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে- ২ হাজার ৪৯০ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালে এটি বাস্তবায়ন করা হবে। সভায় ৫৫২ কোটি টাকা ব্যয়ে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল মীরসরাই ১ম প্রথম পর্যায়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

১৩৬ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (১ম সংশোধিত) সংশোধিত প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালের জুনে শেষ করতে হবে।

৭২৭ কোটি টাকা ব্যয়ে ‘কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক মানে ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি ডিসেম্বর ২০২১ থেকে জুন ২০২৪ মেয়াদে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন (১ম পর্যায়, ১ম সংশোধিত) প্রকল্পে ৩৫ কোটি ৬৮ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। ২০২২ সালের জুনে শেষ করতে হবে।

‘মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন (৩য় সংশোধিত)’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৩ সালের জুনে এটি শেষ করতে হবে।

৭৫১ কোটি টাকা ব্যয়ে বরগুনা জেলার অধীন পোল্ডার ৪৩/১ ও ৪৪বি পুনর্বাসন এবং ঝুঁকিপূর্ণ অংশ পায়রা নদীর ভাঙন থেকে প্রতিরক্ষা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২২ সাল থেকে ২০২৪ সালে এটি শেষ করতে হবে।

১৪৫ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ (১ম সংশোধিত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালের জুনে এটি শেষ করতে হবে।

এছাড়া সভায় ২০২৩ সালে শেষ করতে ‘পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা (৩য় সংশোধিত) প্রকল্প ও বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই-১ম পর্যায় সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যা ২০২৩ সালের জুনে শেষ করতে হবে।

জেডএ/এএস

Header Ad
Header Ad

পবিত্র রমজানে হিংসা-বিদ্বেষ-সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ শনিবার (১ মার্চ) এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই।

বাণীতে তিনি আরও বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।

মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।

উল্লেখ্য, দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হবে মাহে রমজানের সিয়াম সাধনা।

Header Ad
Header Ad

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

১৪তম সন্তানের বাবা হলেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। মাস্কের অনুমোদনের পরই সন্তানের কথা জানালেন তার বান্ধবী শিভন জিলিস। এক্স পোস্টে শিভন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১ মার্চ) পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের চতুর্থ বান্ধবী শিভন জিলিসের ঘরে জন্ম নিয়েছে তাদের ছেলে শিশু। শিশুটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

নবজাতকের নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

শিভন জিলিস জানিয়েছেন, মাস্ক ও জিলিস দম্পতির ইতোমধ্যে তিনটি সন্তান রয়েছে। ২০২১ সালে যমজ সন্তান স্ট্রাইডার এবং আজুরের জন্ম দেওয়ার পর, এই নতুন সন্তানের আগমন তাদের পরিবারে এক নতুন আনন্দের সূচনা করেছে।

শিভন জিলিস, যিনি আগে মাস্কের সংস্থা নিউরোলিঙ্কে কাজ করতেন, ২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো মাস্কের সন্তানের মা হন।

Header Ad
Header Ad

৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়: আযম খান

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: ঢাকাপ্রকাশ

আগস্টের ৫ তারিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন। এই দিনটিকে ঐতিহাসিকভাবে সংরক্ষণে দেশের মানুষের জন্য আগামী ৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়। সেজন্য বিএনপিসহ রাজনৈতিক দলগুলো মানসিক এবং সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

আহমেদ আযম খান বলেন, আমরা যেমন ৫ আগস্ট ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়ে মুক্ত হয়েছি। তেমনি ৫ সেপ্টেম্বর যদি তফসিল ঘোষণা করা হয়- তাহলে দেশের মানুষ খুশি হবে। সেসময় আসতে এখনও প্রায় ৬ মাস বাকি রয়েছে। এরমধ্যেই প্রয়োজনীয় সংস্কার কাঠামোগুলো শেষ করা যাবে।

শনিবার (১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের বাসাইলের সাকসেস অ্যাকাডেমিক স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আযম বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, যেভাবে বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হচ্ছে- সে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যাতে সম্পন্ন হয় সেজন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত তিনটি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার আশায় অপেক্ষা করছে।

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তিনি বলেন, নতুল দলকে স্বাগত জানানোর জন্য আমাদের দল থেকেও প্রতিনিধি গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই দলসহ যে-সকল দল নির্বাচনে আসবে বা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে তাকেই আমরা স্বাগত জানাবো। তবে আমরা মনে করি সকল দল একত্র হয়ে আগাাম নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে।

তিনি আরও বলেন, দুই/একটি দল নির্বাচনের বিরোধিতা করছে। যারাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে- এতেই বোঝা যায় তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা মানুষের ভোটের অধিকারকে ভয় পায়।

এসময় কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ছানোয়ার খান নাঈমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি সোরহাব হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূরুল ইসলাম রবিন প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পবিত্র রমজানে হিংসা-বিদ্বেষ-সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার
১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক
৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়: আযম খান
জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী
খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে: প্রেস সচিব
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায়, প্রশ্ন নুরের
ভোট কারচুপিতে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনতে হবে : ফারুক
শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি করেছে আ'লীগ: আব্দুস সালাম
৪৫ দিনের মধ্যে শুরু হবে শেখ হাসিনার বিচার কাজ: চিফ প্রসিকিউটর
মেট্রোরেলের নতুন নির্দেশনা: রমজানে বহন করা যাবে ২৫০ মিলি পানি
চট্টগ্রামে 'ভুয়া পুলিশ' বলে এসআইকে মারধর ও ছিনতাই, গ্রেপ্তার ২
পল্লবী থেকে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার
জামিল আহমেদের কথা সব সত্য নয়, কিছু ডাহা মিথ্যা: ফারুকী
দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি: শাহজাদা  
ভারতীয়রা সীমান্ত আইন না মানলে বিজিবি আরো কঠোর হবে : ডিজি
রমজানে ঢাকায় ২৫টি স্থানে ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস
মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে খামারের মাছ চুরির অভিযোগ
রমজানে শপিংমল, বাস টার্মিনালে ছদ্মবেশে দায়িত্ব পালন করবে ডিবি সদস্যরা  
টাঙ্গাইলে সংস্কার দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি সুজনের