মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে তিনটি ১৪ তলা ভবন হবে
রাজধানীর মোহাম্মদপুর বাসস্টান্ডের কাছে হাউজিং এস্টেটের আসাদ এভিনিউয় কম্পাউন্ডে ১৪ তলা করে তিনটি আবাসিক ভবন নির্মাণ করবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি ৩৬ লাখ টাকা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সভায় ছয়টি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবগুলোতে ব্যয় হবে প্রায় ১ হাজার ২৮ কোটি টাকা। এরমধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৩৭৮ কোটি এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক ঋণ ৬৫০ কোটি টাকা।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক অনুমোদন পাওয়া প্রস্তাবগুলোর বিষয়ে গণমাধ্যমকর্মীদের জানান। তিনি বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে ঢাকার মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ এভিনিউ (গৃহায়ণ কনকচাঁপা) কম্পাউন্ডে তিনটি ১৪ তলা আবাসিক ভবনের নির্মাণ করা হবে। দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিডেট এসব নির্মাণ করবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।
সভায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক ই-জিপি সিস্টেমের উন্নয়ন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিজিটালাইজিং বাস্তবায়ন মনিটরিং এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রকল্প প্যাকেজের (এএফএস-২) আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশের দোহাটেক মিডিয়া এবং ভারতের জিএসএস ইনফোটেক লিমিটেড। এতে মোট খরচ হবে ৫১ কোটি ২৩ লাখ ২৩ হাজার ২৯ টাকা।
সভায় সৌদি আরব, কাতার ও দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ৯০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই সার কিনতে খরচ ধরা হয়েছে ৫৯৮ কোটি টাকা। এর পাশাপাশি ২৩৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকায় ৩০ হাজার টন ফসফরিক এসিড কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকেও ১৯৭ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার টন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া বিসিআইসির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ও সৌদি আরবের সেবিক এগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানি থেকে নবম লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ২০০ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৪৯৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
জেডএ/এসএন