আইবিএতে বিএমবিএ’র নির্বাচন এবং ‘বিজনেস বুক প্রকাশ’
বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন (বিএমবিএ) তাদের ১০ম সাধারণ সভা ও প্রথম ‘বাংলাদেশ বিজনেস কেস বুক’ প্রকাশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলনায়তনে ২৫ সেপ্টেম্বর, রবিবার এই বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ বিজনেস কেস বুকে বাংলাদেশে কর্মরত প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোর নাম, ঠিকানা এবং যোগাযোগ রয়েছে।
বিএমবিএ’র বতমান নির্বাহী কমিটির পরিচালনায় তাদের বছরওয়ারি সাধারণ সভা ও নতুন কমিটির নির্বাচন ভোটে হয়েছে।
এই কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন এমবিএ, এমপি ও সাধারণ সম্পাদক শেখ আবুল হাশেম এমবিএ।
নতুন কমিটিতে বিসিবির সভাপতি পাপন পুণ:নির্বাচিত হয়েছেন। তার সাধারণ সম্পাদক হয়েছেন সাইফ আই. মাহমুদ এমবিএ।
তাদের কমিটি ও সংগঠনে বাংলাদেশের নামকরা ব্যবসায় পেশাজীবি, ব্যবসায়ী ও করপোরেট এবং সাধারণ এমবিএ গ্রাজুয়েট পেশাজীবিরা আছেন।
তাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিএর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমবিএতে অত্যন্ত ভালো ফলাফল করা কৃতি অধ্যাপক, তাদের শিক্ষক আবদুল মোমেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কৃতি শিল্পপতি ও সমাজসেবায় একুশে পদক পাওয়া পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান ও আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আলমগীর।
বিশেষ অতিথি হিসবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন এবং বাংলাদেশ সিকিউরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিবিএ অনুষদের নামকরা অধ্যাপক ড. মীজানুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও আইবিএ অনুষদের অধ্যাপকরা, তাদের বিভিন্ন পেশায় যুক্ত সাবেক ছাত্র, ছাত্রীরা মিলনমেলা ও নির্বাচন এবং বই প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
ছবি: বাংলাদেশের বরেণ্য শিল্পব্যক্তিত্বের হাত দিয়ে প্রথম ‘বাংলাদেশ বিজনেস বুক’ প্রকাশিত হলো এবং একত্রে বিএমবিএ’র নতুন কমিটি তাদের সভাপতি ও বিসিবি সভাপতি পাপনের সঙ্গে আইবিএ মিলনায়তনে।
ওএফএস।