চকবাজারের সিয়াম প্যাকেজিংয়ের প্রতারণা ২ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের লাল চিনিসহ বিভিন্ন নামি দামী ব্র্যান্ডের প্যাকেট ও মোড়ক নকল করে ডিটারজেন্ট, বিস্কিট, চানাচুর, চিপস, মসলা, চা, চাল বিক্রি করছে চকবাজারের সিয়াম প্যাকেজিং কোম্পানি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুই লাখ টাকা জরিমানা করে প্রতিষ্টানটিকে। রবিবার (২৫ সেপ্টেম্বর চকবাজার থানা এলাকায় চকবাজারে ভেজালবিরোধী অভিযানে এই জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ও রজবী নাহার রজনী। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ডিটারজেন্ট অবৈধভাবে বিক্রির অপরাধে দুই লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়।
সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী একযোগে ভেজাল বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে রবিবার ঢাকা মহানগরীতে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেডএ/এমএমএ/