জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই’র প্রতিনিধিদল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন এফবিসিসিআইয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। প্রধানমন্ত্রীর সফর পরিকল্পনা অনুযায়ী যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছাবেন ব্যবসায়ীরা।
প্রতিনিধিদলের এ সফরকালে এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
সফরকালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অব ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনায় অংশ নেবেন এফবিসিসিআই নেতারা। সফর উপলক্ষে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে বিটুবি সভা ও বেশকিছু সেমিনারের আয়োজনও করা হয়েছে। এ ছাড়াও বাংলাদেশি ইমিগ্রান্ট ডে উপলক্ষে নিউইয়র্কে বাণিজ্যমেলায় অংশগ্রহণ করবে প্রতিনিধিদল।
এফবিসিসিআইর নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলে আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালীসহ বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীরা।
জেডএ/আরএ/