কমল জ্বালানি তেল-চালের আমদানি শুল্ক
চালের আমদানি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, দেশে বোরো মৌসুমে ব্যাপকভাবে ধানের উৎপাদন হলেও সিন্ডিকেটের জালে কমছে না চালের দাম। আমদানি করারও সুযোগ দিয়েছে সরকার। ভোক্তা অধিকার প্রায়ই রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছে। ধরা পড়ছে অসাধু ব্যবসায়ীরা। তাদের জরিমানাও করা হচ্ছে। তারপরও কমছে না চালের দাম। মিনিকেট চালের কেজি ৭০ টাকার কমে বিক্রি করছে না খুচরা ব্যবসায়ীরা। আর মোটা চালের কেজি ছাড়িয়েছে ৫০ টাকা।
অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সব পণ্যের দাম বেড়ে গেছে বাজারে। এ নিয়ে দেশে হইচই পড়ে গেছে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন তেলের দাম বৃদ্ধির কারণে জনগণের একটু কষ্ট হচ্ছে। তা লাঘব করার চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সরকার এই শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে।
জেডএ/এসজি