আড়তদাররাই দেশ অস্থিতিশীল করছে

এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেছেন, সমবায় মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিয়ে কি ডিমের ব্যবসা করা যায়? আমি জানি না, এই বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের দেখা দরকার। এ ধরনের সমবায় সমিতি, আড়তদাররা কিন্তু মধ্যস্বত্বভোগী। তারাই কিন্তু দেশকে অস্থিতিশীল করছে।
দেশের বাজারে ডিমের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রবিবার (২১ আগস্ট) কারওয়ান বাজারে অধিদফতরের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। বৈঠকে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান সমবায় অধিদফতর থেকে নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনা করায় তাদের কাছে বৈধ কাগজ দেখতে চান। কিন্তু তিনি দেখাতে ব্যর্থ হন। এছাড়া কাজী ফার্মের ডিলারের প্রতিনিধিকে দাম নির্ধারণের কাগজপত্র দেখানোর জন্যও বলা হয়। সিল মেরে অর্গানিক ডিম হিসেবে বিক্রি করার অভিযোগে অর্গানিক ডিমের প্রমাণপত্র দেখাতে বলা হয় অন্য জনকে। সফিকুজ্জামান বলেন, ‘সমবায় সমিতির লাইসেন্স নিয়ে ব্যবসা করা যাবে না। তারা কীভাবে ডিমের দাম নির্ধারণ করেন সে বিষয়ে তদন্ত করা হবে।'
জেডএ/এএস
