মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে তাই অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সাবধানে প্রয়োজনীয় ব্যয় করতে নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ আগস্ট) একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একনেক চেয়ারপার্সন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণ এর মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়সহ ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে খরচ ধরা হয়েছে ২ হাজার ৫০৫ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী বলেন, গেল গেল শ্রীলঙ্কার মতো হয়ে গেল বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু তা হয়নি।রিজার্ভ ৪০ বিলিয়নের কাছাকাছি। এখনো রেমিট্যান্স ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, এনবিআরের রাজস্ব আদায় ভালো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাই আমরা আশা করছি খাদে পড়ব না। প্রধানমন্ত্রী জনগণের কথা ভাবছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে, তেলের ঊর্ধ্বগতির ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতি হয়েছে। এতে জনগণের দুঃখ-দুর্দশা বেড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
জেড/এমএমএ/