ঋণ প্রদানে বৈষম্য দূর করতে আইন সংশোধনের আহ্বান
বড় শিল্প উদ্যোক্তা ও এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করতে আইন সংশোধনের আহ্বান জানিয়েছেনএফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, বড় শিল্প উদ্যোক্তাদের টাকার অভাব নেই। আমাদের ব্যাংকে যেতে হয় না, ফোন করলেই ঋণ দেওয়া হয়। কাগজ লাগে না। অথচ এসএমই ঋণ দেওয়া হয় না। চরম বৈষম্য। তাই আইন সংশোধন করা দরকার।
রবিবার (১৪ আগস্ট) ‘বঙ্গবন্ধুর এসএমই উন্নয়ন ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে এফবিসিসিআই এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এফবিসিসির সভাপতি বলেন, ৮০ থেকে ৯০ শতাংশ বড় ঋণ। তাদের খেলাপিও বেশি হচ্ছে। অথচ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই উদ্যোক্তারা অনেক ভালো করছে। ২২ শতাংশ সুদে এনজিওরা আদায় করতে পারলেও ব্যাংক বড় উদ্যোক্তাদের কাছ থেকে পারে না। ব্যাংকাররা আমাদের কাছে আসতে চায় না। তারা ভয় পায়। চোর পুলিশের মতো মনে হচ্ছে।
তিনি বলেন, সুদহার বর্তমানে ৯ শতাংশ আছে, এটাকে অনেকেই বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে বৈশিক অবস্থার কারণে আমাদের অবস্থা ভালো না। তাই এসএমইকে যেভাবে হোক টিকিয়ে রাখতে হবে। এসএমই খাতে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার আহ্বান জানাচ্ছি। শিল্প আইন সংশোধন করা দরকার এবং তা যেন কার্যকর হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান।
জেডএ/এসএন