আইইবিতে মুজিব কর্ণার, মেডিক্যাল সেন্টার ও মুক্তি সংগ্রামের টেরাকোটা
বাঙালির মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জ্ঞানচর্চা ও গবেষণা এবং বাংলাদেশের প্রকৌশলীদের সদর দপ্তরে স্বাস্থ্য সেবা বিনা খরচে দিতে ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের নিয়ে শোকাবহ আগষ্টের সূচনালগ্নে ৩১ জুলাই, ২০২২ ‘মুজিব কর্ণার’, ‘মেডিকেল সেন্টার’ ও ‘চূড়ান্ত বিজয়ের স্বাক্ষী’ উদ্বোধন করেছে।
তারা আরো জানিয়েছেন, ঢাকার শহীদ প্রকৌশলী ভবনের মূল ফটকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর টেরাকোটা ‘চূড়ান্ত বিজয়ের সাক্ষী’ উদ্বোধন করা হয়েছে।
আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদার নেতৃত্বে কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুজ্জামান, সাবেক প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী এম. শামীম জেড. বসুনিয়া, সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া উদ্বোধনী কার্যক্রমগুলোতে অংশ নিয়েছেন।
আরো ছিলেন আইইবির সম্মানী-সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, প্রকৌশলী মো. রনক আহসান।
আইইবির ৬শ ৩০ তম কেন্দ্রীয় কাউন্সিলে আগত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি, প্রতিষ্ঠানগুলোর বিপুল সংখ্যক প্রকৌশলী এই উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
আইইবি বলেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে মনে করতে ও প্রকৌশলীদের স্বাস্থ্যসেবার দিতে এবং মুক্তিযুদ্ধকে ভালোবাসা নিয়ে উপস্থাপন করতে এই কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে।
ওএফএস।