ব্যাংকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমাতে নির্দেশ
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের গৃহীত সিদ্ধান্তকে আমলে নিয়ে বাংলাদেশ ব্যাংকও দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংককে জ্বালানি খাতে ২০ শতাংশ ও বিদ্যুৎ খাতে ২৫ শতাংশ ব্যয় সাশ্রয় করতে হবে বলে নির্দেশ নিয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার (২৬ জুলাই) একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের তা কার্যকর করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগমের সই করা ওই সার্কুলারে বলা হয়েছে সরকারের সিদ্ধান্তকে আমলে নিয়ে ব্যয় সাশ্রয়ীর সিদ্ধান্ত কার্যকর করতে হবে। তা চলতি বছরের প্রথম ৬ মাস (জুলাই থেকে ডিসেম্বর) এবং আগামী বছরের প্রথম ৬ মাস (২০২৩ সালের জানুয়ারি থেকে জুন) ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্র সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য জ্বালানি (পেট্রোল, ডিজেল, গ্যাস), ওয়েল ও লুব্রিকেন্ট এর বরাদ্দকৃত অর্থ হতে ব্যয় ন্যূনতম ২০ শতাংশ সাশ্রয় করতে হবে। তা চলতি বছরের দ্বিতীয় ৬ মাসে ১০ শতাংশ এবং আগামী ২০২৩ সালের প্রথম ৬ মাসে ১০ শতাংশ হ্রাস করতে হবে।
একই সঙ্গে বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে। তা চলতি বছরের ৬ মাসে এবং ২০২৩ সালের প্রথম ৬ মাসে আনুপাতিক হারে ব্যয় হ্রাস করতে হবে।
এই সাশ্রয়কৃত অর্থ অন্য কোন খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না।
সার্কুলারে আরও বলা হয়েছে ব্যয় হ্রাস সংক্রান্ত তথ্য ও দলিলাদি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে নিরীক্ষার সময় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকগণের চাহিদার প্রেক্ষিতে সরবরাহ করতে হবে।
এই নির্দেশনার পর ব্যয় করা অর্থ ২০২২ সালের ডিসেম্বর এর আর্থিক বিবরণী এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যয় করা অর্থ ২০২৩ সালের ডিসেম্বর এর আর্থিক বিবরণীতে প্রতিফলিত হতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
জেডএ/