অবশেষে ঘোষণার দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল
অবশেষে খুচরা বাজারে সয়াবিন তেলের দাম কমেছে।বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকা। কোনো কোনো খুচরা বিক্রেতারা গায়ের দামের চেয়ে কম দামেও সয়াবিন তেল বিক্রি করছেন। আর খোলা তেল বিক্রি হচ্ছে ১৬৬ টাকা ও পাম্পওয়েল ১৫২ টাকা লিটার। বিক্রেতারা বলছেন, তেলে দাম আরও কমলে ক্রেতারা খুশি হবে। এতে বিক্রিও বাড়বে।
শনিবার (২৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুরের কৃষিমার্কেটসহ বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে এমনই চিত্র পাওয়া গেছে।
এদিন বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব খুচরা বিক্রেতারা নতুন দাম ১৮৫ টাকা লিটারের চেয়ে কম দামে সয়াবিন তেল বিক্রি করছেন। কারওয়ার বাজারের কিচেন মার্কেটের আনছার জেনারেল স্টোরের সাগর হোসেন ঢাকাপ্রকাশ-কে জানান, ‘আজ থেকে নতুন রেটের তেল বিক্রি করা হচ্ছে। তা গায়ের চেয়েও কম। কমিশন থেকে ছাড় দিয়ে লিটারে ২ থেকে ৩ টাকা লাভেই বিক্রি করা হচ্ছে। ৫ লিটারের নতুন রেট ৯১০ টাকা হলেও ৮৯০ টাকা, ২ লিটার ৩৬৫ টাকা ও এক লিটার ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।
একই বাজারের ইউসুফ জেনারেল স্টোরের ইউসুফও জানান, ‘তেলের দাম কমেছে। তাই আগের চেয়ে কম রেটে তেল বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, গায়ের রেট ১৮৫ টাকা লিটারের চেয়ে কম দামেও বিক্রি করা হচ্ছে। ৫ লিটার ৮৯০ টাকা, ২ লিটার ৩৭০ ও এক লিটার ১৮৫ টাকা বিক্রি করা হচ্ছে।
রতন জেনারেল স্টোরের ফজলুর করিমও জানান, ‘৫ লিটার ৯০০ টাকা, যা গায়ে ৯১০ টাকা লিখা আছে। ২ লিটার ৩৭০ ও এক লিটার ১৮০ টাকা বিক্রি করা হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আদিব নামে এক ক্রেতা ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আগের চেয়ে কম দামে ৫ লিটার সয়াবিন তেল ৯০০ টাকায় কিনেছি। ভালই লাগছে। আরও কমলে আরও ভালো লাগবে।
এদিকে কৃষিমার্কেটের সিটি জেনারেল স্টোরের আবু তাহেরও জানান, অবশেষে তেলের দাম কমেছে। তাই আগের চেয়ে কম দামে নতুন রেটে ৫ লিটার ৮৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এক লিটার ১৮০ ও ২ লিটারের তেল ৩৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। এর চেয়ে কমলে আরও কম দামে বিক্রি করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (মিলমালিক) রমজান মাসের পর থেকে সয়াবিন তেলের দাম কয়েক দফা বাড়িয়েছে।
সর্বশেষ গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ানো হয়। এরপর আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কমতে শুরু করলে আড়াই মাস পর গত রবিবার মিলমালিক ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথ সভা করে লিটারে ১৪ টাকা কামানোর ঘোষণা দেয়। যা সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর বলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন। তারপরও বাজারে ২২ জুলাই পর্যন্ত নতুন দামে সয়াবিন তেল বিক্রি হতে দেখা যায়নি।
শেষ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় ও মিল মালিকদের বৈঠকের পাঁচ দিন পর শনিবার থেকে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে।
এনএইচবি/জেডএ/এমএমএ/