সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঘোষণার পরও কমেনি ভোজ্যতেলের দাম

এক লাফে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩৮ টাকা বাড়লেও ১৪ টাকা কমানোর ঘোষণার প্রভাব বাজারে দেখা যায়নি। বরং বিভিন্ন বাজারে দেখা গেছে বিক্রেতারা যে যার মতো দামে তেল বিক্রি করছেন।

সোমবার (১৮ জুলাই) থেকে নতুন দামের তেল বিক্রি কার্যকর করার কথা বললেও কোম্পানির ডিলাররা আগের বেশি দামের তেল অর্ডার কাটাচ্ছেন দোকানে দোকানে।

বিক্রেতারা বলছেন, আগের এটি দাম ঘোষণা করুক আর যাই করুক কম দামে তেল পেলে কম দামে বিক্রি করা হবে ।কখন থেকে কার্যকর হবে অর্থাৎ ভোক্তারা কম দামে তেল পাবে। মিলগেট থেকে এটা সেটা করতে করতে ১০-১৫ দিন লেগে যাবে। ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের কম দামে তেল নেওয়ার জন্য।

সোমবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল, কৃষিমার্কেট ঘুরে বিভিন্ন দোকানে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে এমনই চিত্র জানা গেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের অজুহাত ও ডলারের ঊর্ধ্বগতির কারণ দেখে সয়াবিন তেলের মিলমালিকরা সরকারের কাছে আবেদন করে দাম বাড়ানোর জন্য। তার পরিপ্রেক্ষিতে সরকার গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ায়। এরপর আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কমতে শুরু করলে আড়াই মাস পর রবিবার প্রতি লিটারে ১৪ টাকা কামানোর ঘোষণা দেয় সরকার। যা সোমবার থেকে কার্যকর হবে বলে গতকাল বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন।

সরকারের এই ঘোষণা কতটুকু কার্যকর হচ্ছে তা জানতে রাজধানীর ছোটখাটো দোকান থেকে বড় বড় বাজার এমনকি পাইকারি বাজারেও সরেজমিনে গেলে দেখা যায়, কোনো বিক্রেতাই কম দামে তেল বিক্রি করছেন না।

বিক্রেতারা জানান, দাম কমানো হয়নি। আগের দামে বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল। ক্রেতারা বলছেন, সরকার কমালেও বিক্রেতারা আগের দামে বিক্রি করছে এটা খুবই খারাপ কথা। বাজার ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ নাই। তাই এভাবে তারা বেশি দামে আমাদের কাছে তেল বিক্রি করছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের নিউ হক ভ্যারাইটি স্টোরের লিটন ঢাকাপ্রকাশ-কে বলেন, আগের দামে তেল বিক্রি করা হচ্ছে। পাঁচ লিটার ৯৬০ টাকা, ২ লিটার ৩৯৫ টাকা ও ১ লিটার ১৯৯ টাকা। আজকেও রূপচাঁদা কোম্পানির লোক এসেছে আগের দামে তারা অর্ডার কাটল । তাহলে আমরা কীভাবে কম দামে তেল বিক্রি করব?

কম দামে ক্রেতাদের কাছে তেল বিক্রি করব, তবে এটা কবে কার্যকর হবে বলা যাবে না। এ সময় রূপচাঁদা কোম্পানির প্রতিনিধি মিলনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, দাম কমানোর কোনো সিদ্ধান্ত হেড অফিস থেকে পাইনি। তাই আগের দামে অর্ডার কাটা হচ্ছে। নতুন দামের সিদ্ধান্ত পেলে তখন সেভাবে অর্ডার কাটা হবে।

একই বাজারের মিলন ট্রেডার্স এর মিলন ঢাকা প্রকাশ কেউ বলেন, দাম কমার কোনো বার্তা নাই। তাই আগের দামে ৫ লিটার ৯৭০ টাকা, ২ লিটার ৪১০ টাকা ও ১ লিটার ২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। কবে কমবে সেটা জানি না।

কোম্পানি কমালে কম দামে বিক্রি করা হবে। তবে মিলগেটে শুরু করে ডিলার হয়ে আমাদের কাছে আসতে, এই সেই করতে করতে ১০-১৫ দিন লেগে যাবে।

মোহাম্মদপুরের জনতা মার্কেটের আক্তার জেনারেল স্টোরে আক্তারও বলেন, পাঁচ লিটার ৯৯০ টাকা, ২ লিটার ৩৯০ টাকা এবং ১ লিটার ১৯৫ টাকা । যেভাবে কেনা সেভাবে বিক্রি করা হচ্ছে। এখনো কম দামে পাইনি, তাই আগের দামে বিক্রি করা হচ্ছে।

এদিকে, কৃষিমার্কেটের সিটি এন্টারপ্রাইজের আবু তাহেরও ঢাকাপ্রকাশ-কে জানান, আগের দামে তেল বিক্রি করা হচ্ছে। শুনেছি লিটারে ১৪ টাকা কমেছে। কিন্তু কোম্পানির লোক আজও অর্ডার কাটতে এসেছে। পুষ্টির প্রতিনিধি বলছে পাঁচ লিটার, এক লিটার সবই আগের রেটে। তাই আমরা ও আগের দামে তেল বিক্রি করছি।

রাজধানীর কারওয়ান বাজারে তেলের পাইকারি ব্যবসায়ী মেসার্স সিদ্দিক এন্টারপ্রাইজ এর মাহমুদ সিদ্দিক জানান, ৫ লিটার ৯৫০ টাকা, ২ লিটার ২৮০ টাকা ও ১ লিটার ২০০ টাকা। নতুন রেটের কোনো খবর নাই, পরে জানতে পারবেন। 

খুচরা ব্যবসায়ী মেসার্স ইউসুফ জেনারেল স্টােরের ইউসুফ জানান, আগের মাল বিক্রি করা হচ্ছে পাঁচ লিটার ৯৫০ টাকা, ২ লিটার ৩৯০ টাকা ও ১ লিটার ১৯৫ টাকা। কোম্পানি যদি কমায় আমরাও কম দামে তেল বিক্রি করব।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে। আগের ঘোষণা অনুযায়ী বাজারে বর্তমানে প্রতি পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়। তারপরও ভোক্তরা পাচ্ছে না কম দামে সোয়াবিন তেল। অথচ তেলের দাম বাড়ানোর ঘোষণা মাত্রই গায়ের রেট যাই থাকুক, ভোক্তাদের বেশি দামেই কিনতে হয়।

এভাবেই তেলের দাম বাড়ানো-কমানোর ঘোষণায় ভোক্তাদের পকেট থেকে কাটা যাচ্ছে কোটি কোটি টাকা। কারণ, বাংলাদেশে মাসে প্রায় দেড় লাখ টন সোয়াবিন তেল লাগে।

সোমবার বিভিন্ন বাজারে দোকানে দেখা যায় বিক্রেতারা চাল ডাল সাবানসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করলেও তেল বিক্রির কোনাে সাড়া তেমন দেখা যায়নি। বিক্রেতাদেরও তেল কিনতে দেখা যায়নি। তবে টাউন হলের নিউ হক ভ্যারাইটিতে জোসনা নামে এক ভোক্তা ৫ লিটার তেল কেনেন ৯৮০ টাকায়।

তেলের দাম কমেছে জানেন কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু শুনেছি কমেছে। কিন্তু বাস্তবে তো দেখলাম না। দোকানে আগের দামে তেল বিক্রি করছে। এটা কি দেখার কেউ নাই? বিক্রেতারা শুধু আমাদের কাছে বেশি দামেই বিক্রি করবে আর সরকার বলবে কমানো হয়েছে তেলের দাম, এটা হয় না।

দাম কমানোর ব্যাপারে জানতে চাইলে সিটিগ্রুপের পরিচালক (তীর ব্রান্ড তেল) বিশ্বজিত সাহা ঢাকাপ্রকাশকে বলেন, ‘বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও সয়াবিন তেলের দাম কমানো হয়েছে এবার। রবিবার সরকারের সঙ্গে বৈঠক করে সোমবার থেকে লিটারে ১৪ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। মিলগেটে আজ থেকেই তা কার্যকর হচ্ছে। তাহলে বাজারে যে সব আগের বেশি দামে তেল সরবরাহ আছে সেগুলো কোন দামে বিক্রি করা হবে? এমন প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, ডিলারদের সঙ্গে বসে কম দামের ব্যাপারে ম্যাসেজ দেওয়া হবে। তখন আগের বেশি দামের তেলও কম দামে বিত্রি করনা হবে। অপর এক প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, ‘একটু ধৈর্য ধরতে হবে। সবকিছূই এক দিনে হয় না। দেখেন, অল্প সময়ে সব ঠিক হয়ে যাবে।’

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার অজুহাতে মিলমালিকরা গত রমজানের ঈদের পর ৫ মে এবং সর্বশেষ বাজেট ঘোষণার দিনই ৯ জুন ভোজ্যতেলের দাম বাড়ায় ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে দেশে হই-চই পড়লে পরে ২৭ জুন থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা দাম নির্ধারণ করে। ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৮০ টাকা। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, পাম অয়েল ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়।

জেডএ/এমএমএ/

 

Header Ad

অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচল সীমিত করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার । এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

উপ-প্রেস সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার। আমরা আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে। ব্যাটারিচালিত অটোরিকশা শহরের রাস্তায় চলতে পারবে কি না, তা নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাধান খুঁজে পেতে চায় সরকার।

এর আগে, ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার আদেশ দেয় হাইকোর্ট; যা তিন দিনের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এরপর থেকেই বিভিন্ন স্থানে আন্দোলন করে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ সময় হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি জানায় তারা।

Header Ad

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো।

এতে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাবের হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।

নির্দেশনার আওতায় লেনদেন স্থগিত করা হিসাবগুলোর ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ -এর বিধি ২৬(২) প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

সায়মা ওয়াজেদ পুতুলছাড়াও সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডে রয়েছেন ডা. মাজহারুল মান্নান, মো. শামসুজ্জামান, জাইন বারি রিজভী ও নাজমুল হাসান।

উল্লেখ্য, সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক ও স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশে কাজ করে।

Header Ad

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২২১ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৫৬৭ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৫ জন নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত