আরেক দফা বাড়ল জেট ফুয়েলের দাম

দেশে জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল। এবার দাম বেড়েছে লিটার প্রতি ১৯ টাকা। এর ফলে প্রতি লিটার জেট ফুয়েলের দাম এখন ১৩০ টাকা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। নতুন দাম গত শনিবার (৯ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম ৫ টাকা বেড়ে ১১১ টাকা হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।
অর্থাৎ গত দুই বছরে জেট ফুয়েলের দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। এর প্রভাব পড়েছে টিকিটের দামে। ঢাকা থেকে অভ্যন্তরীণ গন্তব্যগুলোয় উড়োজাহাজের ভাড়া বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহ উল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, বর্তমান পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছে। সবগুলো রুটে ভাড়া বেড়েছে অনেক বেশি।
ঢাকা-যশোর রুটের উদাহরণ দিয়ে তিনি বলেন, এই রুটে আগে ভাড়া ছিল ২৯০০ টাকা। এখন ৪৬০০ টাকা।
আরইউ/এসজি/
