বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নরের দায়িত্ব নিলেন আব্দুর রউফ
বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর হিসেবে যোগ দিয়েছেন আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে যোগ দেওয়া আব্দুর রউফ সদ্যবিদায়ী গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার (১২ জুলাই) তিনি গভর্নরের দায়িত্ব নেন। সকাল ১০টায় কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন নতুন গভর্নর।
নতুন গভর্নর প্রথমে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুর রউফ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
২০১৮ সালের ১৮ জুলাই অর্থ সচিবের দায়িত্ব নেওয়া আব্দুর রউফ সর্বশেষ অর্থবিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসরে যাওয়ার আগেই সরকার গত মাসে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়।
অর্থ বিভাগে ১৮ বছরেরও বেশি সময় কাজ করেছেন আব্দুর রউফ তালুকদার দীর্ঘ কর্মজীবনে শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থ সচিবের দায়িত্ব পালনকালেই ২০১৮-১৯ অর্থবছরে দেশে ৭ দশমিক ৮৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়; যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি।
এনএইচবি/এসএন