সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পেঁয়াজে স্বস্তি, মসলার বাজার স্থিতিশীল

কোরবানির ঈদে পেঁয়াজসহ অন্যান্য মসলার চাহিদা অনেক বেড়ে যাওয়ায় দামও বেড়ে যায়। তবে এবার ঈদের মাত্র দুই দিন বাকি থাকলেও শেষ সময়ে ভিন্ন চিত্র দেখা গেছে বাজারে।

ব্যাপক চাহিদা বাড়লেও পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে ৪০ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে রসুন, আদা, দারুচিনি, এলাচ, লবঙ্গসহ অন্যান্য মসলার দামও বাড়েনি। দেশে বেশি করে সরবরাহ থাকায় এবং আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় এবার ঈদে মসলার বাজার স্থিতিশীল রয়েছে। সয়াবিন তেলও লিটার ১৯৯ টাকা ও ৫ লিটার ৯৮০ টাকা বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, কৃষিমার্কেটসহ বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে এমনই চিত্র পাওয়া গেছে। সরকারি সংস্থা টিসিবিও বলছে বিভিন্ন মসলার দাম তেমন বাড়েনি। বরং কিছু কিছু মসলার দাম কমেছে সপ্তাহের ব্যবধানে।

কারওয়ান বাজারের মাতৃভান্ডারের মালিক সজিব ঢাকাপ্রকাশ-কে বলেন, কয়েক দিন আগে বেশি দাম ছিলো পেঁয়াজের দাম। ঈদে যাতে এর দাম বাড়তে না পারে সে জন্য সরকার প্রচুর পেঁয়াজ আমদানির সুযোগ দিয়েছে। এ জন্য দেশে অনেক পেঁয়াজ এসেছে। শ্যামবাজারে ভারতের পেঁয়াজে ভরে গেছে। সেই পেঁয়াজ কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে পৌঁছে গেছে। এ ছাড়া দেশের পর্যান্ত পেঁয়াজও রয়েছে। এ জন্য বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি। কমছে দাম। ফরিদপুরের পেঁয়াজের কেজি ৪০ ও রাজশাহীর পেঁয়াজ ৪২ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ ও ভারত থেকে আমদানি বাড়তে থাকায় কমছে পেঁয়াজের দাম।

একটু দুরে সেই পেঁয়াজের পাল্লা ২২০ টাকা ও এক কেজি নিলে ৪৫ টাকা বিক্রি করা হচ্ছে বলে বিক্রেতারা জানান। জসিম নামে এক খুচরা বিক্রেতা জানান, পাল্লা ২২০ টাকা ও কেজি নিলে ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ। আর আদা বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১২০ টাকা কেজি ও রসুন ৬০ থেকে ১৪০ টাকা কেজি। যা আগের সপ্তাহেও একই দাম ছিল। শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৯০ টাকা কেজি।

শুধু এই বাজারে নয় টাউনহল, কৃষিমার্কেটসহ অন্যান্য বাজারেও কম দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, অন্য বছরে ঈদের আগে দেশে পেঁয়াজের দাম দেশি হলেও এবার কম। কিছুটা স্বস্থিদায়ক বলা যায়।

কৃষিমার্কেটের সিটি এন্টারপ্রাইজের আবু তাহের বলেন, ‘ কোনো মসলার দাম বাড়েনি। আগের দামেই সয়াবিন ২ লিটার ৩৯৫ টাকা, ৫ লিটার ৯৭০ টাকা বিক্রি করা হচ্ছে।’

এদিকে কোরবানির ঈদের আগে গোলমরিচ, লবঙ্গ, আদা, রসুনসহ বিভিন্ন মসলার দামও কম দামে বিক্রি করা হচ্ছে।

জানতে চাইলে কারওয়ান বাজারের ইয়াসিন জেনারেল স্টোরের মনোয়ার হোসেন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘কোনো মসলার দাম বাড়েনি। আগের দামেই বিক্রি করা হচ্ছে। জিরা ৪১০ টাকা, ধনিয়া ১৪০, দারুচিনি ৪৮০, অ্যালাচ ১৮০০, লবঙ্গ ১১০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এ ছাড়া সয়াবিন তেল ২লিটার ৩৯৫ টাকা, ৫ লিটার ৯৭০ টাকা , খোলা তেল ১৮০ ও পামওয়েল লিটার ১৭০ টাকা বিক্রি করা হচ্ছে।

একই বাজারের আলী স্টোরের মো. আলীও ঢাকাপ্রকাশ-কে জানান, ‘যা বাড়ার আগেই বেড়েছে। ঈদকে সামনে রেখে এ মুহূর্তে মসলার দাম বাড়েনি। আগের দামেই বিভিন্ন মসলা বিক্রি করা হচ্ছে। লবঙ্গর কেজি ১২০০, গোলমরিচ ৭০০, এলাচ ১৮০০, জিরা ৪৪০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।’

মেসার্স রতন স্টোরের ওমর ফারুক জানান, দারুচিনি ৪৪০ টাকা কেজি, লবঙ্গ ১২০০ থেকে ১৩০০ কেজি বিক্রি করা হচ্ছে। ৫ লিটার তেল ৯৭০ টাকা, ২ লিটার ৩৯৫ টাকা ও ১ লিটার ১৯৯ টাকা বিক্রি করা হচ্ছে।

এ ছাড়া খোলা চিনির কেজি ৮৫ ও দেশি প্যাকেট চিনি ১১০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আর পোলাওয়ের খোলা চাল ১১০ থেকে ১২০ টাকা কেজি এবং মোজাম্মেল ও এরফানের মোড়কজাত চাল ১২৫ টাকা, খানের ১৩৫ ও প্রাণ এর চিনিগুড়া চাল ১৪০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

তেল, চালের বাজারে অরাজকতা সৃষ্টি হলে এবার মসলার বাজার ঠিক রাখার প্রতিশ্রুতি দেন এ খাতের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ঈদে যাতে এবার মসলার বাজার গরম না হয়।

সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন মসলা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সবাই জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। আপনারা কি করবেন? তখন মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ বলেন, ‘আমরা কথা দিচ্ছি এবার বাড়ানো হবে না মসলার দাম। বাজার স্থিতিশীল রাখা হবে। সেই ধারা তারা অব্যাহত রেখেছেন বলে মসলা ব্যবসায়ীরা জানান।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিদিন বাজার যাচাই করে বাজারের তথ্য প্রকাশ করে। সেই তথ্যই বলছে, এক মাসের ব্যবধানে বাড়েনি মসলার দাম। এক মাস আগের ৪০০ থেকে ৪৫০ টাকা কেজির জিরা বৃহস্পতিবার ৩৮০ থেকে ৪৫০ টাকা কেজি, ২০০০ টাকা কেজির এলাচ ১৮০০ টাকা, ৪০০ থেকে ৫০০ টাকার দারুচিনি ৪০০ থেকে ৪৬০ টাকা ও ১১০০ থেকে ১২০০ টাকার লবঙ্গ ৯৫০ টাকা কেজি। তবে ধনের দাম ১০ টাকা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

জেডএ/এমএমএ/

 

Header Ad

কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার

ছবি: সংগৃহীত

রাজশাহীতে একটি ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, বরং এটি পাক আর্মির আদলে হওয়ায় নিজেই এটি বিক্রি করে দিয়েছেন বলে জানিয়েছেন ভাস্কর অধ্যাপক ড. আমিরুল মোমেনীন চৌধুরী ওরফে জোসি।

রোববার (২৪ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, ‘ঘটনাটিকে বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে মহান মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক নেই। তবে এটিকে একটি মহল রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে।’

তিনি বলেন, ভাস্কর্যটির ঠিকমতো রূপ দেওয়া যায়নি। তাই এটি কাজে লাগানোর সুযোগ নেই। তাই ওয়েস্টেজ (অপচয়) হিসেবে আমি বিক্রি করে দিয়েছিলাম। রোববার আবার ফেরত নিয়ে এসেছি।

কিন্তু এই প্রচারণাকে অসত্য ও রাজনৈতিক দুরভিসন্ধি বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আমিরুল মোমেনীন চৌধুরী। তিনি জানিয়েছেন, এক যুগ আগে নওগাঁর জেলা পরিষদের চাহিদার প্রেক্ষিতে ঠিকাদারের কথায় ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন। কিন্তু শর্ত না মেনে নির্মাণ করায় তারা এটি গ্রহণ করেনি। পরে তাদের রড-সিমেন্ট দিয়ে আরেকটি ভাস্কর্য নির্মাণ করে দেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের চারু অনুষদের পেছনে মেহেরচণ্ডী মধ্যপাড়ায় তার নিজের স্টুডিওতে রাখা ছিল এটি। নিজের জায়গাতেই এ স্টুডিওটি। এখানে নানা শিল্পকর্ম নির্মাণ করেন ড. আমিরুল মোমেনীন।

ড. আমিরুল মোমেনীন আরও বলেন, মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাস্কর্যটিও কর্তৃপক্ষ পছন্দ করেনি। এ জন্য হস্তান্তর করা যায়নি। বেশ কয়েক বছর ধরে এখানে রাখা আছে। কিন্তু এখন স্টুডিওর এই জায়গাটি বিক্রির চেষ্টা করছি। তাই স্টুডিওর সব ওয়েস্টেজ বিক্রি করে দিচ্ছি। কয়েক দিন আগে কয়েকজন এসে বলল, মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি কিনতে চায়। তাদের কাছে ভাঙারি লোহার মতো কেজি দরে নামে মাত্র টাকায় বিক্রি করেছিলাম। আমি তখন জানতাম না তারা ভাঙারির দোকানের জন্য কিনছে। পরে পত্র-পত্রিকায় দেখেছি এ ঘটনা। তারা আসল ঘটনা না জেনেই এগুলো লিখেছে। আমি কখনোই কাউকে বলিনি, বর্তমান পরিস্থিতিতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য বিক্রি করা বা রাখা যাবে না। বর্তমান সরকার তো মুক্তিযুদ্ধের বিরোধী নয়। আর কোথাও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু একটি মহল অপপ্রচার চালিয়ে এ ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছে। আমি এটার প্রতিবাদ করছি।

উল্লেখ্য, গেল ৫ আগস্টের পর বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি কোথাও বিক্রি করা সম্ভব নয়, তাই ভাঙারির দোকানে বিক্রি করে দিয়েছেন ভাস্কর ড. আমিরুল মোমেনীন চৌধুরী এমন সংবাদে গেল কয়েক দিন ধরেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছে। এ ছবিটি পোস্ট করে কঠোর সমালোচনা করা হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। ছবিটি শেয়ার করে তীর্যক কবিতা লিখে নিজের ফেসবুকে শেয়ার করেছেন বিতর্কিত লেখক তসলিমা নাসরিনও।

Header Ad

ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তৃতীয় দিনটা শুরু করেছিল ২ উইকেটে ৪০ রান নিয়ে। ২৩ রানের মাথায় মেহেদী হাসান মিরাজ যখন বিদায় নেন তখনো ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৫ রান। তবে জাকের আলীর ৫৩ রানে ভর করে শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পেরেছে বাংলাদেশ।

এর আগে অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা। তৃতীয় দিনের শুরুতেই শাহদাত হোসেন দিপুর উইকেট হারায় বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে মুমিনুল হক প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি এই দুই ব্যাটার।

তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়ে টাইগাররা। তবে জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় লাল-সবুজের বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে।

মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। তবে এ দিন সুবিধা করতে পারেননি দিপু। দলীয় ৬৬ রানে ৭১ বলে ১৮ রান করে আউট হন তিনি।

দিপুর বিদায়ের পর ক্রিজে আসা লিটনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন। দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মুমিনুল।

৬২ রানের জুটি গড়েন লিটন ও মুমিনুল। তবে দলীয় ১২৮ রানে ১১৬ বলে ৫০ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন লিটন। ৭৬ বলে করেন ৪০ রান।

এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ১৬৬ রানে ৬৭ বলে ২৩ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এরপর তাইজুলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন জাকের আলি। ৬৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

ফিফটি তুলে নেন জাকের। তবে দলীয় ২৩৪ রানে ৬৩ বলে ২৫ রান করে আউট হন তাইজুল। ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি জাকের। ফিরেছেন ৫৩ রান করে। তার বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি হাসান মাহমুদ। ১৬ বলে ৮ রান করে আউট হন তিনি।

এরপর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম মিলে দিনের বাকি খেলা শেষ করেন। তাসকিন ১১ ও শরিফুল ৫ রানে অপরাজিত আছেন।

Header Ad

অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচল সীমিত করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার । এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

উপ-প্রেস সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার। আমরা আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে। ব্যাটারিচালিত অটোরিকশা শহরের রাস্তায় চলতে পারবে কি না, তা নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাধান খুঁজে পেতে চায় সরকার।

এর আগে, ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার আদেশ দেয় হাইকোর্ট; যা তিন দিনের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এরপর থেকেই বিভিন্ন স্থানে আন্দোলন করে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ সময় হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি জানায় তারা।

Header Ad

সর্বশেষ সংবাদ

কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার