দাম বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

দেশে গ্রাহক পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১২ টাকা বাড়িয়ে ১ হাজার ২৪২ থেকে করা হয়েছে ১ হাজার ২৫৪ টাকা।
রবিবার (৩ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম ঘোষণা করেন। সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।
২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসেই এলপিজির দাম একবার করে সমন্বয় করা হচ্ছে। সর্বশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়ে ১ হাজার ২৪২ টাকা নির্ধারিত করেছিল বিইআরসি।
এর আগে মে মাসে কমেছিল ১০৪ টাকা। এবার ১২ টাকা দাম বাড়ানো হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য ভোক্তাকে ব্যয় করতে হবে ১ হাজার ২৫৪ টাকা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকোর প্রোপেন ও বিউটেনের দামের ভিত্তিমূল্য ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
এসজি/
