সামাজিক সুরক্ষায় বাজেট বাড়ানোর পরামর্শ এমসিসিআইয়ের
বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সামাজিক সুরক্ষায় বাজেট বর্তমান স্তর থেকে একটি যুক্তিসঙ্গত পরিমাণে বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
রবিবার (১৯ জুন) এমসিসিআই ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথ উদ্যোগে বাজেট আলোচনায় এ পরামর্শ দেওয়া হয়।
আলোচনায় করকাঠামোর সংস্কার প্রস্তাব ও প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, মহামারির প্রভাব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ২০২২ অর্থবছরে বরাদ্দ এক লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা থেকে এক লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, দেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ হবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। এমতাবস্থায় সামাজিক সুরক্ষায় নেট বাজেট বর্তমান স্তর থেকে একটি যুক্তিসঙ্গত পরিমাণে বাড়ানোর পরামর্শ দিচ্ছি।
তিনি বলেন, বাজেটের উপর আমাদের কয়েকটি পরামর্শ রয়েছে। প্রথমত, ন্যূনতম টার্নওভার ট্যাক্স অপসারণ করা উচিত, কারণ এটি ট্যাক্স দ্বিগুণ করতে পারে। দ্বিতীয়ত, নির্মাণ, অবকাঠামো ইত্যাদির মতো পরিষেবা, যা কর্মসংস্থান সৃষ্টি করে, তাদের কর কমানো উচিত। আমরা এখনও অনেক যোগ্য প্রতিষ্ঠানকে ট্যাক্সের আওতার বাইরে দেখতে পাচ্ছি, এতে করদাতা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর আরও বেশি করে করের বোঝা নিতে হচ্ছে। এমসিসিআই বিশ্বাস করে, এটি দ্রুত সমাধান করা উচিত। তিনি বলেন, ক্রিপ্টো সম্পদগুলো বিনিয়োগের জন্য অনুমতি দেওয়ায় চেম্বার খুশি। কারণ এতে দেশে আরও চাকরির ক্ষেত্র তৈরি হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের গবেষণা পরিচালক আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, পিআরআই চেয়ারম্যান জায়েদী সাত্তার, পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রমুখ বক্তব্য দেন।
আরএ/