রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আমদানির অনুমোদন না পাওয়ায় ভারত থেকে আসছে না পেঁয়াজ

চট্টগ্রামে আবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। ভোজ্যতেলের সঙ্গে ক্রেতাদের মধ্যে নতুন উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম। পাইকারি ও খুচরা উভয় ক্ষেত্রেই দাম বাড়ছে।

এক সপ্তাহ আগেও চট্টগ্রামে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা থেকে ৩২ টাকা। বৃহস্পতিবার (১২ মে) সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮ টাকা থেকে ৫০ টাকা। কেজিতে ১৫ থেকে ১৮ টাকা দাম বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বাড়ছে। ক্রেতাদের আশঙ্কা আবারও পেঁয়াজের দাম সেঞ্চুরি ছাড়াবে। অনেকে মনে করছেন, সিন্ডিকেটের কারসাজির কারণেই দাম বাড়ছে। ভারতে রপ্তানি বন্ধ হলেও খাতুনগঞ্জে পেঁয়াজের মজুত যথেষ্ট আছে। এখনই দাম বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না।

এ ব্যাপারে খাতুনগঞ্জ হামিদুল্লাহ মার্কেটের পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদ মো. ইদরিস বৃহস্পতিবার ঢাকাপ্রকাশকে বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে দেশের পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়ছে। এখন খাতুনগঞ্জে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে কোনো ট্রাক ঢুকছে না। ঈদের আগে যেসব পেঁয়াজভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে কেবল সেসব পেঁয়াজের সরবরাহ পাচ্ছি। এখন দৈনিক ৫ থেকে ৬ পেঁয়াজভর্তি ট্রাক ঢুকছে খাতুনগঞ্জে। এসব পেঁয়াজের সরবরাহ কমে গেলে দাম আরও বাড়বে।

পাইকারিতে কত বেড়েছে এ প্রশ্নে তিনি বলেন, প্রতি কেজি ৩৮ টাকা থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে তা আরও বেশি। এখনই দাম কমবে বলে আমি মনে করি না। তবে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি শুরু হলে দাম কমতে পারে।

নাম প্রকাশ করার শর্তে খাতুনগঞ্জের এক আড়তদার জানান, আগে আমদানি করা পেঁয়াজের মজুত এখনো শেষ হয়নি। পেঁয়াজ পচনশীল পণ্য হলেও মজুদ করা পেঁয়াজ দিয়ে ১৫ দিন চলবে। দাম হয়তো দুয়েক টাকা বাড়তে পারে। একেবারে কেজিপ্রতি দাম ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধির মতো অবস্থা এখনো হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, খাতুনগঞ্জে বস্তা প্রতি পেঁয়াজের দামও বেড়েছে। প্রতি বস্তায় বেড়েছে ৩০০ টাকা। ঈদের আগে ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি করা ভারতীয় পেঁয়াজ এখন ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশি পেঁয়াজের দামও বেড়েছে। আগে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ২৭ থেকে ২৮ টাকায় বিক্রি হলেও এখন তা ৪০ টাকার কাছাকাছি।

বুধবার (১১ মে) ও বৃহস্পতিবার (১২ মে) নগরীর চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারি পর্যায়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকায়। ঈদের আগে সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকায়।

বর্তমানে দেশে বছরজুড়েই কোনো না কোনো জাতের পেঁয়াজ উৎপাদন হচ্ছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২২ লাখ টন। এর মধ্যে ১৮ লাখ টন স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। আর আমদানি করা হয় বাকি চার লাখ টন। মূলত এ আমদানি করা চার লাখ টন পেঁয়াজ বাজারের ওপর খুব বড় প্রভাব ফেলে। পেঁয়াজের উৎপাদন স্থানীয় পর্যায়ে বাড়ানো গেলে দামের উপর কখনো প্রভাব পড়বে না। সিন্ডিকেটও কারসাজি করার সুযোগ পাবে না।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির কর্মকর্তারা জানান, রমজান শুরুর আগে পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সরকার রমজানে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করে। ৫ মের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। আমদানি শুরু হলে আবার দাম কমতে শুরু করবে।

এ ব্যাপারে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসেন বলেন, পেঁয়াজের দাম এখনই বাড়ানোর মতো পরিস্থিতি হয়নি। আমদানি করা পেঁয়াজ যথেষ্ট মজুত আছে। ব্যবসায়ীরা একেক অজুহাতে ভোক্তাদের পকেট কাটছেন। তেলের দামে দেশের ইতিহাসে রেকর্ড করেছে। একই ভাবে বেড়েছে ডাল-চিনির দামও। তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীদের দোকান গুদামে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকার পরেও তারা একদিনে পেঁয়াজের দাম ১০ টাকা বাড়িয়ে দিয়েছেন।

নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারের ব্যবসায়ী ওমর ফারুক জানান, পাইকারদের কাছ থেকে আমরা পেঁয়াজ কিনে খুচরা পর্যায়ে বিক্রি করে থাকি। আমাদের দোকানে বেশিদিন পেঁয়াজ মজুত রাখার সুযোগ নেই। পাইকাররা কেজিপ্রতি দাম বেশি নিলে আমরাও ক্রেতাদের কাছ থেকে বেশি দামে বিক্রি করি। মূলত আমাদের পেঁয়াজসহ ভোগ্যপণ্যের দাম ওঠানামা করে খাতুনগঞ্জ থেকে কেনা পাইকারদের দামের উপর।

তবে ক্রেতাদের বড় অংশের অভিযোগ পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে প্রশাসন কিছুই করছে না। এজন্য মজুতদাররা কোনো ধরনের বাধা ছাড়াই দাম বাড়াচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারি থাকলে অন্তত এখনই পেঁয়াজের দামে লাগাম টেনে ধরা যেত।

নগরীর হামজারবাগ এলাকার বাসিন্দা আবু তৈয়ব আশরাফি বলেন, সয়াবিন তেল নিয়ে নানা কারসাজি হচ্ছে। প্রতিদিন জব্দ হচ্ছে মজুত করা বোতলজাত তেল। এ সময় পেঁয়াজের দাম বাড়ছে। কিন্তু প্রশাসনের কোনো তদারকি কিংবা অভিযান নেই।

তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ভোজ্যতেলের মতো পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

এসএন

Header Ad

ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল।

রবিবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনা ব্রাজিলকে চাপে রেখে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পেরুর লিমাতে বসেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যদিও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল। বিপরীতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতেছিল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জয় পায় দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিকই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

আগামীকাল সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কলম্বিয়াও গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।

Header Ad

আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন

নায়েব আলী জোয়ারদার এবং তাহজীব আলম সিদ্দিকী সমি। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ২টি মামলায় ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। অন্যদিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমি ৩টি মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চেীধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এ জামিন আদেশ দেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান।

জানা যায়, সাবেক সংসদ সদস্য নায়ের আলী জোয়ারদারকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপির অফিসে হামলা অগ্নিসংযোগের অভিযোগের মামলায় গত ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন রাতে ঝিনাইদহ শহরের আরপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। তারপর থেকেই তিনি জেলে ছিলেন। ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হাই মৃত্যুবরণ করলে বিনাভোটে নায়েব আলী জোয়ারদার এমপি নির্বাচিত হন।

এ দিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গত ৬ অক্টোবর সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও জেলা বিএনপি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রয়েছে।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, মেডিকেল গ্রাউন্ডে আদালত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে জামিন দিয়েছেন। দীর্ঘদিন তারা শারীরিকভাবে অসুস্থ বলে আসামির আইনজীবী আদালতকে জানান। তারপরও তাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে জামিন মঞ্জুর করেছেন।

Header Ad

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি সহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী সদস্য। এসময় ভগ্নিপতি জুয়েল মিয়ার বাড়ি থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলিসহ জুয়েল রানাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি আরও জানান।

Header Ad

সর্বশেষ সংবাদ

ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই