মালয়েশিয়ায় ৩ বছর পর খুলছে শ্রমবাজার, আজ এমওইউ
দীর্ঘ ৩ বছর পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে শ্রমবাজার। এ লক্ষ্যে আজ রোববার (১৯ ডিসেম্বর) বাংলাদেশের সঙ্গে দেশটির সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ একটি প্রতিনিধি দল নিয়ে কুয়ালালামপুর অবস্থান করছেন।
এ সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী শুক্রবার সাংবাদিকদের বলেন, সমঝোতা স্মারক সই হলে বিস্তারিত জানা যাবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হলে বিভিন্ন খাতে বহু বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা সংশ্লিষ্টদের।
গত ১১ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভা বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয়।
এর আগে জিটুজি প্লাস পদ্ধতিতে কর্মী নিতে ২০১৬ সালে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। চুক্তির মেয়াদ ৫ বছর থাকলেও ১০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান সিন্ডিকেট করে ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠায় ২০১৮ সালের পর আর ভিসা দেয়নি মালয়েশিয়া।
আরইউ/এসএন