রমজানে আর্থিক প্রতিষ্ঠান চলার সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন

আসন্ন পবিত্র রমজান মাসে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহা-ব্যবস্থাপক মো. জুলকার নায়েনের সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এরমধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
এই প্রজ্ঞাপন দেশের সব তফসিলি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিস পূর্বের নিয়ম অনুযায়ী চলবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জেডএ/আরএ/
