৪০ বছরে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৪০ বছরে পদার্পণ করেছে।
বুধবার (৩০ মার্চ) মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকমুহাম্মদ কায়সার আলী, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. আলতাফ হুসাইন ও মো. নাইয়ার আজমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা।
মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ এক লাখ ১৬ হাজার কোটি টাকা; যা ব্যাংকিং সেক্টরের সর্বোচ্চ। এ ছাড়া দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার যথাক্রমে ১১ দশমিক ৪ শতাংশ ও ৮ শতাংশ।
জেডএ/এসএন
