দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবশেষে টাস্কফোর্স গঠন
অন্যান্য বছরের মতো এবারও রমজান মাস আসার আগেই ভোজ্যতেলসহ অনেক পণ্যের দাম বাড়িয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এ নিয়ে দেশে হই-চই পড়লে পরিস্থিতি মোকাবিলা করতে অবশেষে ১৭ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে সরকার।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে উপদেষ্টা ও বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষকে সভাপতি করে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স গঠন করা হয়। তাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সব নিত্যপণ্যের উৎপাদন, আমদানি, মজুত, বাজারে সরবরাহ ও দাম পর্যালোচনা করা হবে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় থেকে রবিবার ১৭ সদস্যের টাস্কফোর্স কমিটি গঠনসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কৃষিসচিব, খাদ্যসচিব, শিল্পসচিব, তথ্য ও সম্প্রচারবিষয়ক সচিব, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজিএফআইয়ের মহাপরিচালক, এনএসআইয়ের মহাপরিচালক, টিসিবির চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব।
উল্লেখ্য, এবার রমজান শুরু হওয়ার আগেই দেশে চাল, ডাল, চিনি, ছোলা, পেঁয়াজসহ প্রায় সব নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে পড়ায় করণীয় নির্ধারণে গত ১৩ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সংশ্লিষ্ট কয়েকটি বিভাগের মন্ত্রী ও সচিবদের নিয়ে একটি জরুরি বৈঠকের পর বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। ভ্যাট কমানো হয়েছে ভোজ্যতেলে। এরপরই টাস্কফোর্স গঠন করা হলো।
জেডএ/