টাকা ফেরত পেল শ্রেষ্ঠ ডটকম ও আলিফ ওয়ার্ল্ডের গ্রাহকরা

ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকম এবং আলিফ ওয়ার্ল্ডের গ্রাহকরা পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত পেতে শুরু করেছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের আয়োজনে শ্রেষ্ঠ ডটকম এর ১১ গ্রাহককে ১৭ লাখ এবং আলিফ ওয়ার্ল্ডের ২১ গ্রাহককে ২৬ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের প্রধান ও অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান গ্রাহকদের হাতে চেক তুলে দেন।
এ সময় তিনি বলেন, ই-কমার্স দেশের জন্যই চালিয়ে যাওয়া হবে। তবে এখন আর আগের মত কেউ যেন এই ব্যবসা নিয়ে প্রতারণা না করতে পারে, সে ব্যপারে কঠোর নজরদারি করা হচ্ছে।
তিনি জানান, আগামী ৩১ মার্চের মধ্যে যেসব ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের টাকা ফেরত দেবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ই-কমার্স সরকার বন্ধ করবে না।
এপি/এমএমএ/
