যোগাযোগ না করলে ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান ছল-চাতুরীর আশ্রয় নিয়ে গ্রাহকের কাছে টাকা নিয়েও পণ্য সরবরাহ করেনি। এখনো যে সব ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহককে পণ্য দেয়নি বা টাকা ফেরত দেয়নি তাদের ৩১ মার্চের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তা না করলে ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর হবে সরকার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (২১ মার্চ) সচিবালয়ে দুই ই–কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠডটকম ও আলিফ ওয়ার্ল্ডের পেমেন্ট গেটওয়েতে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান এ সব তথ্য জানান।
অনুষ্ঠানে শ্রেষ্ঠডটকমের ১১ জন গ্রাহককে ১৭ লাখ টাকা ও আলিফ ওয়ার্ল্ডের ২১ জন গ্রাহককে ২৬ লাখ টাকা ফেরত দেওয়া হয়। গ্রাহক ও ই–কমার্স প্রতিষ্ঠানের বাইরে তৃতীয় পক্ষ, অর্থাৎ অর্থ পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট গেটওয়ে) প্রতিষ্ঠানগুলোতে এসব টাকা আটকে ছিল।
সফিকুজ্জামান বলেন, ‘আগেই বলা হয়েছিল, যেসব ই–কমার্স প্রতিষ্ঠান আবার ব্যবসায় ফিরতে চায়, তাদের সহযোগিতা করবে সরকার। তবে যেসব গ্রাহকের টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে, সেগুলো আগে পরিশোধ করতে হবে।’
সফিকুজ্জামান বলেন, ‘৩৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ রকম অভিযোগ আছে। আমরা আগেই আহ্বান করেছি, ৩১ মার্চের মধ্যে আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেল ও ই-ক্যাবের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের সাহায্য করতে চাই। কারণ গ্রাহকের টাকা ফেরত দিতেই হবে। প্রতিষ্ঠানগুলো যদি ব্যবসা করতে ফিরে আসে, সব সহযোগিতা আমরা করব। আর ১০ দিনের মধ্যে যোগাযোগ না করলে খুঁজে বের করার জন্য পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন সংস্থার কাছে তালিকা দেওয়া হবে।’
জেডএ/এমএমএ/
