ফেব্রুয়ারিতে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি
বাংলাদেশে চাল, তেল, শাকসবজি থেকে শুরু করে মাছ-মুরগি ও ডিম পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় সব খাবারের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করেছে। কারণ ২০২০ সালের অক্টোবরে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সোমবার (২১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানাগেছে।
প্রতিবেদনে দেখা যায়, গত ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। যা তার আগের মাস জানুয়ারিতে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। এরমধ্যে জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিলো ৫ দশমিক ৬ শতাংশ। যা ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে।
উল্লেখ্য, বিবিএস প্রতি মাসে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে থাকে। বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও এই মুল্যস্ফীতি কম বলে জনসাধারণ থেকে শুরু করে অর্থনীতিবিদদের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, দেশে একদিকে নিত্যপণ্যের আকাশ চুম্বি দাম, অন্যদিকে মুল্যস্ফীতি স্থিতিশীল। এটা আশ্চর্যের বিষয়। কারণ সারা বিশ্বে মুল্যস্ফীতি বাড়ছে। এটা আকাশ চুম্বি। অথচ আমাদের দেশে ৬ শতাংশের বেশি না। এটা বাজারের সঠিক চিত্র প্রকাশ করে না। কারণ কোনো কোনো পণ্যের দাম ১৫ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ বেড়েছে। চাল, ডাল পেঁয়াজ তেলের দাম দ্বিগুণ থেকে তিন গুণ হয়েছে। তারপরও মুল্যস্ফীতি স্থিতিশীল দেখা যায়।
জেডএ/জেডএকে