‘ন্যায্যদামে মালামাল সরবরাহ করতে হবে’
লেখা ও ছবি : নুরুল ইসলাম রুদ্র, শাবিপ্রবি প্রতিনিধি
কেন খাদ্যদ্রব্যের দাম বাড়ে এই প্রশ্নটি নিয়ে প্রতিবেদক কথা বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিমের সঙ্গে। ছাত্রের প্রশ্নের জবাবে শিক্ষক বলেছেন, ‘আমাদের দেশে প্রতি বছর পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে থাকেন।’ তিনি আরো বলেছেন, ‘করোনাভাইরাসের আক্রমণের পরবর্তী সময়ে সবকিছু আবার চালু হয়েছে। ফলে হঠাৎ মানুষের চাহিদা বেড়ে গিয়েছে। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে।’
তবে এই অবস্থায়ও বিভিন্ন পণ্য থেকে ট্যাক্স বাদ দিয়ে জনগণকে ন্যায্যমূল্যে দ্রব্য সরবরাহ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ড. মো. মাহবুবুল হাকিম। এরপর বলেছেন, ‘বাজারের দ্রব্যসামগ্রীগুলো দাম নিয়ন্ত্রণে আনতে হলে সরকারকে কিছু পণ্য থেকে ভ্যাট না নিয়ে বরং ন্যায্যদামে মালামাল সরবরাহ করতে হবে। এই কাজ ইতোমধ্যে আমরা তাদের মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রিতে লক্ষ করছি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সবশেষে বলেছেন, ‘এছাড়াও দাম নিয়ন্ত্রণে রাখতে আরো বেশি করে সরকারকে বাজার মনিটরিং করে যেতে হবে। গতকালের সঙ্গে আজকের পণ্যগুলোর বিক্রির দাম ঠিক আছে কি? কোন কারণে বেড়েছে? পেছনে যৌক্তিক কোনো কারণ আছে? এই কাজগুলো করে যেতে হবে। এই কার্যক্রমগুলোর মাধ্যমেই বাজার নিয়ন্ত্রণে আসতে পারে ও দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে থাকতে পারে।’
ওএস।