১ মার্চ পালন হবে ‘জাতীয় বীমা দিবস’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ এ অঞ্চলের প্রধান হিসেবে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। তার অবদানকে ধরে রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে পালন করা হচ্ছে ‘জাতীয় বীমা দিবস’।
‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার আগামী মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আইডিআরএ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন ছাড়াও আইডিআরএর সদস্যবৃন্দ, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বীমা খাতের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর সহযোগিতায় আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর মতো দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়েও জাতীয় বীমা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। দেশব্যাপী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বীমা প্রতিষ্ঠান ও বীমা জরিপকারী প্রতিষ্ঠানের উদ্যোগে ১ মার্চ জাতীয় বীমা দিবস উদযাপনের জন্য আলোচনা সভা। কোভিড-১৯ মহামারিকে বিবেচনায় রেখে ঢাকার মধ্যে ২টি সিটি করপোরেশন এলাকায় সজ্জিত ট্রাকের মাধ্যমে প্রচার ও প্রচারণা করা হবে। জেলা-উপজেলার শহরগুলোতে বীমা বিষয়ক পোস্টার, জাতীয় বীমা দিবসের থিম সং বাজানো, সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট-ব্যানার-প্লাকার্ড-ফেস্টুন প্রভৃতির মাধ্যমে বীমা বিষয়ে প্রচার ও প্রচারণার মাধ্যমে জাতীয় বীমা দিবস উদযাপিত হবে।
জাতির পিতার দেখা স্বপ্ন সোনার বাংলা বিনির্মানে বীমাখাতের দায়িত্ব অনেক বেশি। সে প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে সাধারণ বীমা করপোরেশন ও এনডিডি ট্রাস্ট- এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পরিকল্পটি চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে অটিজম, ডাউন সিনড্রম, বুদ্ধি প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসি-এ চার ধরণের বিশেষ চাহিদাসম্পন্ন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও অধিকার সুরক্ষায় এই বীমা পরিকল্পটি চালু করা হলেও ভবিষ্যতে এর আওতা বৃদ্ধি করা হবে বলে সূত্র জানায়।
জেডএ/