ভর্তুকি থেকে সরে আসতে প্রধানমন্ত্রীর নির্দেশ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ভর্তুকি ন্যায়সঙ্গত নয়, কারণ এতে কেউ সুযোগ পায় কেউ পায় না। তাই ভর্তুকি থেকে সরে আসতে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
সভায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্প: জয়দেবপুর-চন্দ্রা-এলেঙ্গা সড়ক ৪ লেন মহাসড়কে উন্নতিকরণ প্রকল্পসহ ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮০৪ কোটি টাকা।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্টের অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানয়েছেন বিদ্যুতে ও গ্যাসে অনেক ভর্তুকি দেওয়া হচ্ছে। কিন্তু বিলাসি জীবনের জন্যতো এটা হতে পারে না। গুলশানের মতো অভিজাত মানুষের জন্য হতে পারে না। এটা সাময়িক সময়ের জন্য দেওয়া হয়। অপচয় কমাতে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘মিটারিং প্রকল্পের ব্যবহারে অপচয় ঠেকাতে হবে। ৬১৯ কোটি টাকা ব্যয়ে যে প্রকল্প অনুমোদন হয়েছে তা যেন মানুষের কাজে লাগে।
পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘সভায় বিদ্যৎ ও গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়ার কথা বলা হলেও কৃষির ক্ষেত্রে কিন্তু বলা হয়নি। কারণ, কৃষিতে এটা বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। শিল্প উৎপাদনে ভর্তুকি কমিয়ে আনার কথা বলা হয়েছে।’
জেডএ/এমএমএ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)