আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত শুরু
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট ৯ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দিয়েছে। পরবর্তীতে ৪৮৫ গ্রাহককে প্রায় ১১ কোটি টাকা ফেরত দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার এ প্রক্রিয়া শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারব না, কিন্তু আমরা বসে থাকিনি, চেষ্টা করেছি। তার সুফল পাচ্ছেন গ্রাহকরা। প্রথমে আমরা কিউ কম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করি। এখন পর্যন্ত কিউ কম গ্রাহকদের ২৩ কোটি টাকার বেশি ফেরত দেওয়া হয়েছে। এটা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। আজ আরেকটি আনন্দের খবর হলো, আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। এতে অনেক গ্রাহকের আস্থা তৈরি হয়েছে।
ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, মোট ৪২ কোটি টাকা পান আলেশা মার্টের গ্রাহকরা, যা পেমেন্ট গেটওয়েতে আটকে ছিল। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম।
এ সময় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন.‘ গ্রাহকদের আটকে থাকা টাকা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ হয়ে যাবে। তবে রমজান এবং করোনার জন্য দুই-চার-পাঁচ দিন এদিক-ওদিক হতে পারে কিন্তু আমাদের লক্ষ্য ৩০ জুনের মধ্যে শতভাগ ক্লিন করা। আলেশা মার্টের কাছে ৭ থেকে ৮ হাজার গ্রাহক টাকা পান। গ্রাহকদের এ টাকা ফেরত দিতে ২৩০ কোটি টাকা ম্যানেজ (ব্যবস্থা) করতে হবে।
তিনি আরও বলেন, ‘পলিসিগত ভুলের কারণে হয়তো একজনের টাকা আরেকজনের কাছে চলে গেছে। পলিসি ভুল এক জিনিস, মানি লন্ডারিং অন্য জিনিস। তাই ওই ব্যবসায়ীকে একভাগও ছাড় দেওয়া যাবে না, যে আমাদের দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে মানি লন্ডারিং করেন।’
জেডএ/আরএ