ড. আসিফ গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার

ড. আসিফ নাইমুর রশিদকে চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসাবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। ড. আসিফ সিবিও কাজী মাহবুব হাসান এর স্থলাভিষিক্ত হবেন। আগামী ১৬ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হবে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রামীণফোনে যোগদানের আগে ড. আসিফ রবি আজিয়াটা লিমিটেডের চিফ ইনফরমেশন অফিসার হিসাবে কাজ করেছেন। তিনি ইতিমধ্যে টেলিনর গ্রুপের আইসিটি, ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার হিসাবে পরিচিত। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণফোন, টেলিনর মায়ানমার, টেলিনর এএসএ এবং সিমেন্সে বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন।
নতুন সিবিও কে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘বৈচিত্রপূর্ণ ও চ্যালেঞ্জিং মার্কেটের নেতৃত্বে তাকে স্বাগত জানাই। তার অভিজ্ঞতা, দক্ষতা গতানুগতিক ব্যবসায়িক চিন্তাধারা পরির্বতন করে সল্যুশন স্থাপনে গ্রামীণফোনের সিবিও হিসাবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
ড. আসিফ বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ন পদে দায়িত্বভার নিতে পেরে আমি খুবই আনন্দিত এবং রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি আমার দক্ষতা, দেশ বিদেশে আইটি, আইসিটি স্যলুশন, সিআরএম এর অভিজ্ঞতা গ্রামীণফোনের গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ভ্যালু তৈরিতে সহায়ক হবে।
জেডেএ/
