ই-সিগারেট নিষিদ্ধের দাবি

আইন সংশোধনের মাধ্যমে ই-সিগারেট নিষিদ্ধের দাবি জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) ই-ক্যাব ও ঢাকা আহছানিয়া মিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক অনলাইন সেমিনারে এ আহ্বান জানানো হয়।
ই-ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা সভাপতির বক্তব্যে বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যবসায়ীদের উচিত সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন কিছু বিক্রি না করা। অন্তত নৈতিক দিক বিবেচনা করে হলেও ব্যবসায়ীদের উচিত তামাকজাত পণ্য বিক্রি না করা।
সেমিনারে ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ই-সিগারেট সবদিক দিয়েই ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিগারেট ছেড়ে দেওয়ার উপায় হিসেবে ই-সিগারেটকে স্বীকৃতি দেয়নি। ভারতে এটি পুরোপুরি নিষিদ্ধ। পৃথিবীর আরও অনেক দেশে ক্ষতিকর বলে ই-সিগারেট নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশেও ই-সিগারেট নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’
প্রসঙ্গত, প্রায় দেড় হাজার সদস্য নিয়ে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ই-ক্যাব শক্ত অবস্থানে রয়েছে। ১০ বছরেরও বেশি সময় ধরে ঢাকা আহছানিয়া মিশন তামাক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তামাক নিয়ন্ত্রণে এবার উভয় প্রতিষ্ঠানের একত্রে কাজ করার অঙ্গীকার ‘২০৪০ সালে দেশকে তামাকমুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে আরও বেগবান করা’।
জেডএ/আরএ
