রাজধানীতে কাপড়ে নকল সিল মারায় জরিমানা
কোনো কাপড়ে মারা হচ্ছে ভারতের বিখ্যাত ব্র্যান্ড রেমন্ডের সিল আবার কোনোটায় জাপানের টরের। এ ছাড়া বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের নামে নকল সিল মারা হচ্ছে কাপড়ের পাইকারি মোকাম রাজধানীর ইসলামপুরে।
এ সময় ফকির টাওয়ারের ৮ম ও ৯ম তলায় ওসমান গনি নামের এক ব্যক্তিকে এবং জাহাঙ্গীর টাওয়ারে ক্লাসিক হোম টেক্সটাইলের এজিএম মুস্তাফিজুর রহমানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে তারা হাতেনাতে ধরা পড়ে এবং তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর মোড়ক আইনের ধারা লঙ্ঘন করায় ভেজালকারীদের এ জরিমানা করা হয়।
জানতে চাইলে প্রতিষ্ঠানটির ঢাকা বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘রোজার মৌসুমকে সামনে রেখে সারা দেশে বড় বাজার ধরতে ভেজালকারী তারা খুবই তৎপর হয়ে উঠেছে। গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুরের ফকির টাওয়ারের ৮ম ও ৯ম তলায় অভিযান পরিচালনা করা হয়।'
এ সময় দেখা যায়, লোকজন রেমন্ড ও টরেসহ বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিল মারাতে ব্যস্ত। তাদের কাছে কাগজপত্র চাইলে দেখাতে পারেনি। ফলে তাদের এক লাখ টাকা করে জরিমানা এবং তাদের প্রতিষ্ঠান সিলগালা করা হয়, যোগ করেন তিনি।
একইসঙ্গে জাহাঙ্গীর টাওয়ারেও অভিযান পরিচালনা করা হয়। সেখানেও বিভিন্ন ফ্লোরে দেখা যায়, ক্লাসিক হোম টেক্সটাইল নাম সিল মারা হচ্ছে নিম্নমানের কাপড়ে। তাদের কাছেও কাগজপত্র চাওয়া হলে দেখাতে পারেনি। তাই তাদেরও জরিমানা করা হয়েছে।’
উপ-সচিব আরও বলেন, ‘রোজার মৌসুমকে কেন্দ্র করে পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের বাজার, বাদামতুলীতে খেজুরসহ বিভিন্ন ফলের বাজারে ভেজাল দিতে তৎপর হয়ে উঠেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তাই ভোক্তাদের স্বার্থে ও ভেজাল ঠেকাতে প্রতিদিনই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে।’
জেডএ/এমএমএ/