ইভ্যালি সিইওর মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীদের একাংশ।
প্রতারণার মাধ্যমে ভোক্তা-মার্চেন্টের টাকা আত্মসাতের মামলায় কারাগারে থাকা রাসেলের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন করেন তারা। রাসেলের মুক্তির দাবিতে নিজেদের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তারা।
এ সময় ইভ্যালি পরিচালনায় হাইকোর্ট কর্তৃক গঠিত পর্ষদের কার্যক্রমেরও সমালোচনা করেন তারা। তারা আদালতে গিয়ে এসব বক্তব্য তুলে ধরবেন কি না, এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ‘আমরা অবশ্যই আদালতে যাব; কিন্তু পর্ষদের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী (মানিক) প্রতিষ্ঠান পরিচালনায় একেক সময় একেক কথা বলেন। আদালতও মিসগাইডেড হচ্ছে।’
সংবাদ সম্মেলনে ইভ্যালি মার্চেন্ট এন্ড কনজুমার কোর্ডিনেশন কমিটির কো-সমন্বয়ক সাকিব হাসান লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, ‘মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ছাড়া কেউই ইভ্যালি পরিচালনা করে আমাদের বকেয়া অর্থ প্রদান করতে পারবে না।’ তাই তাদের মুক্তি দিয়ে ইভ্যালির ব্যাবসা পরিচালনার দাবি জানান তারা।
এসময় কমিটির সমন্বয়ক মো. নাসির উদ্দিনসহ মার্চেন্ট ও কনজুমারদের একাংশ উপস্থিত ছিলেন।
এমএ/এসএ/