১২ মাসে ৮ বার বাড়ল সয়াবিন তেলের দাম

সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে সয়াবিন তেল কিনতে হবে ক্রেতাদের। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় রবিবার (৬ ফেব্রুয়ারি) নতুন দাম ঠিক করে দিয়েছে। এখন বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য হচ্ছে ১৬৮ টাকা। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে আট টাকা। আর এ নিয়ে গত এক বছরে আট বার দাম বাড়ল এই নিত্যপণ্যের।
সর্বশেষ গত বছরের অক্টোবরে যখন দাম বাড়ে তখন প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৫৩ টাকা। সেখান থেকে এক লাফে সাত টাকা বাড়িয়ে সরকার প্রতি লিটারের খুচরা মূল্য নির্ধারণ করে ১৬০ টাকা।
অক্টোবরের পর এবার অষ্টমবারের মত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার। রবিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী নতুন দামের সিদ্ধান্তের কথা জানান। যা সোমবার থেকে কার্যকর হবে। নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৮ টাকা। একইভাবে খোলা পাম অয়েল এর দামও বাড়ানো হয়েছে। অথচ গত বছর জানুয়ারি মাসে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছিল ১১৫ টাকায়। এক বছরের ব্যবধানে সেই তেলের দাম প্রতি লিটারে বাড়ল ৫৩ টাকা। অর্থাৎ এক বছরে দাম বাড়ল ৬১ শতাংশ।
এনএইচবি/আরএ
