ডিবিআইডি নিবন্ধন ছাড়া ই-কমার্স ব্যবসা করা যাবে না

ই-কমার্স খাতে ব্যবসা করতে গেলে ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (ডিবিআইডি) নিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে এই নিবন্ধন নিতে হবে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল বিজনেস আইডির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সচিবালয়ে ডিবিআইডির নিবন্ধন নেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বিজনেস আইডি প্রদানের মাধ্যমে ই-কমার্স একটি নতুন পদ্ধতির আওতায় এলো। এতে করে ই-কমার্সে প্রতারণা অনেক অংশেই কমে আসবে।’
অনুষ্ঠানে ১১টি প্রতিষ্ঠানকে আইডি প্রদান করেন মন্ত্রী। প্রতিষ্ঠানগুলো হলো- চালডাল লি. ডায়বেটিস স্টোর, রকমারি ডটকম, আজকের ডিল, সাজগোজ লি., যাচাই ডট কম, তৃনাস ক্লোসেট, নওরীনস মীরর, আখিস কালেকশন (ফেসবুক শপ), নিথান (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্সেচন্ট), মম ফানুস (ফেসবুক শপ ও আনন্দমেলা মার্চেন্ট।
জেডএ/এসআইএইচ
