ইভ্যালির গাড়ি বিক্রি নিয়ে অসন্তোষ
আজ ভুক্তভোগীদের মানববন্ধন কর্মসূচি
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
প্রশাসনিক খরচ মেটাতে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গাড়ি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ। বিলাসবহুল রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ির সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে দুই কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। তবে এমন সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছেন ইভ্যালির ভুক্তভোগীরা। সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচিও ঘোষণা করেছেন তারা।
ইভ্যালির ভুক্তভোগীদের মতে, গাড়ি বিক্রির সিদ্ধান্তের মাধ্যমে ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তার স্বার্থহানি হচ্ছে। এই গাড়ি ভুক্তভোগী এবং মার্চেন্টদের সম্পদ। গ্রাহকের স্বার্থ রক্ষা তখনই হবে, যখন ইভ্যালিকে রক্ষা করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভ্যালি ভুক্তভোগীদের বেশ কয়েকটি পেজ রয়েছে। এরমধ্যে ‘evaly ভুক্তভোগী গ্রাহক’ নামের একটি পেজে শনিবার (৫ ফেব্রুয়ারি) একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘হাইকোর্ট নিযুক্ত ইভ্যালির কমিটি গাড়ি বিক্রির সিদ্ধান্তের মাধ্যমে ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তার স্বার্থহানির প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি রবিবার ইভ্যালির কার্যালয়ে সকাল ১০টা শান্তিপূর্ণ মানববন্ধন এবং কমিটির কাছে প্রতিবাদ স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হল। কর্মসূচিতে আপনার অংশগ্রহণমূলক প্রতিবাদ একান্তই কাম্য।’
গত বছরের ১৮ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ একজন সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের ইভ্যালি বোর্ড গঠন করে দেন। ইভ্যালির বর্তমান আর্থিক অবস্থার পর্যালোচনা করা, দায়-দেনা ও সম্পদের নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে আদালতের সামনে উপস্থাপন করতে বলা হয় তাদের। পাশাপাশি গ্রাহকদের অর্থ ফেরত ও কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটিও সুপারিশ করবে এই বোর্ড।
ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিলাম হচ্ছে। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিক্রির অর্থ অফিস পরিচালনাসহ যাবতীয় কাজে ব্যয় করা হবে।
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইভ্যালির গাড়ি বিক্রি সংক্রান্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে বর্তমান পরিচালনা পর্ষদ। সেখানে ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস বিক্রির তথ্য উল্লেখ করা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য উল্লেখ করা হয়েছে এক কোটি ৬০ লাখ টাকা। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।
আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ও ৬ ফেব্রুয়ারি গাড়িগুলো ক্রেতাদের দেখার জন্য রাজধানীর বারিধারার ১১ নম্বর সড়কে সাউথ পয়েন্ট স্কুলের পাশে রাখা হবে।
হাইকোর্টের নির্দেশে গত বছরের ১৮ অক্টোবর ইভ্যালির পরিচালনার দায়িত্ব নেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ। ওই পর্ষদ গত তিন মাসে নয়টি বোর্ড সভার পাশাপাশি ইভ্যালির অর্থ ও সম্পদ উদ্ধারে নানামুখী কার্যক্রম নিয়েছে। পর্ষদ এ পর্যন্ত সিটি ও সাউথ ইস্ট ব্যাংকে থাকা ইভ্যালির দুটি অ্যাকাউন্ট এবং ২৪টি গাড়ি ও ৯টি গুদামের সন্ধান পেয়েছে।
এরআগে, গত ৩১ জানুয়ারি ইভ্যালির ধানমন্ডি অফিসের দুটি লকার ভাঙে হাইকোর্ট গঠিত পর্ষদ। ওই লকারে বিভিন্ন ব্যাংকের শতাধিক চেক বই, পঞ্জিস্কিম সম্পর্কিত কিছু বইপত্র ও অন্যান্য কাগজপত্রের সঙ্গে নগদ ২ হাজার ৫৩০ টাকা পাওয়া যায়।
এনএইচ/আরএ
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)