অনশনে রিং আইডির বিনিয়োগকারীরা

রিং আইডিতে বিনিয়োগ করা টাকা ফেরতসহ বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন ও অনশন করছেন বিনিয়োগকারীরা।
রিং আইডির সব কার্যক্রম সচল করাসহ ৭ দফা দাবিতে শনিবার (৫ জানুয়ারি) দুপুরে মানববন্ধন করেন কয়েকজন বিনিয়োগকারী।
তারা বলেন, তাদের দাবি সরকারের কাছে যেন তাদের টাকা ফিরয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
অনশন কর্মসূচীতে অংশ নেওয়া বিনিয়োগকারীরা জানান, রিং আইডির কমিউনিটি জব একজন বেকারকে ঘরে থেকে আয়ের সুযোগ করে দেয়। করোনাকালে স্বল্প বিনিয়োগে আয় করার সুযোগ এবং অন্যকে সহায়তা করতে পেরেছিলেন। সম্প্রতি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্ট এবং সাধারণ ব্যবহারকারীরা।
অনেক টাকা আটকা পড়ে আছে, এসব টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। হয় কমিউনিউ জব ফেরত দিন নতুবা মুখে বিষ তুলে দিন বলে দাবি জানান তারা।
বিভিন্ন ই-কমার্স সাইটের মতো রিং আইডিও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করে গ্রাহকদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। সে কারণে রিং আইডির মালিক কানাডাপ্রবাসী শরিফ ইসলাম ও আইরিন ইসলামকে আটকের নির্দেশ দেওয়া হলে তারা বিদেশে পালিয়ে যান।
জানা যায়, তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এদিকে বাংলাদেশ ব্যাংক রিং আইডির প্রায় ২০০ কোটি টাকা জব্দ করেছে। তবে তাদের হাতিয়ে নেওয়া টাকার অঙ্ক আরও বেশি বলে জানিয়েছে সিআইডি।
এমএইচ/এমএমএ/
