মোহাম্মদপুরের শাহজাদপুর ডেইরি ও দইকে জরিমানা
মোহাম্মদপুরের শাহজাদপুর ডেইরি ও দইকে জরিমানা
রাজধানীর মোহাম্মদপুরের ‘শাহজাদপুর ডেইরি ও পুষ্টি পণ্য’এবং ‘দই’ নামে দুটি প্রতিষ্ঠানকে খাদ্য উৎপাদন নীতিমালা না মানায় জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের কর্মকর্তা জেব-উন নেছা দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসটিআই আইন ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ঘি, মধু, সরিষার তেল পণ্যে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছাড়া উৎপাদন, মোড়কজাত, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত শাহজাদপুর ডেইরি ও পুষ্টি পণ্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া টাউন হল কাঁচা বাজারে অবস্থিত দইকে বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রি ও বাজারজাত করার অপরাধে একটি মামলা দায়ের ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেডএ/আরএ