আইসিএমএবিয়ের প্রেসিডেন্ট হলেন মামুনুর রশিদ
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ।
বুধবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিএমএবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) আইসিএমএবি ভবনে অনুষ্ঠিত কাউন্সিল সভায় ২০২২ সালের জন্য আইসিএমএবি প্রেসিডেন্ট নির্বাচিত হন মো. মামুনুর রশিদ।
কাউন্সিল সভায় মো. মনিরুল ইসলাম (এফসিএমএ) ও ইমতিয়াজ আলম (এফসিএ, এফসিএমএ) ভাইস প্রেসিডেন্ট, একেএম কামরুজ্জামান (এফসিএমএ) সচিব এবং মো. আলী হায়দার চৌধুরী (এফসিএমএ) কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
মামুনুর রশিদ গত ২ বছর আইসিএমএবিয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে এক্স-ইনডেক্স কোম্পানিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলীর সদস্য হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোটারস অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভাইস প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সম্মানিত সদস্য।
ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া মনিরুল ইসলাম বর্তমানে এরিস্টোফার্মা লিমিটেডের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইনস্টিটিউটের ২০২০ সালে সচিব এবং ২০২১ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ইমতিয়াজ আলম ইনফিনিটি গ্রুপ অব কোম্পানিজ ও কর্পোরেট সাপোর্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সচিবের দায়িত্ব পাওয়া একেএম কামরুজ্জামান লংকাবাংলার ফাইন্যান্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশনস হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২১ সালে আইসিএমএবিয়ের ট্রেজারার এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়া আলী হায়দার চৌধুরী আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২০ সালে আইসিএমএবিয়ের ট্রেজারার এবং ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জেডএ/আরএ