চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চান মিলমালিকরা

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় ঈদুল আজহার আগেই চিনির দাম কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বাড়াতে চান মিলমালিকরা। আগামী ২২ জুন (বৃহস্পতিবার) থেকে চিনির এ দাম কার্যকর করতে চান তারা।
সোমবার (১৯ জুন) সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।
বাণিজ্য সচিবের বরাবর পাঠানো চিঠির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করতে গিয়ে ‘লোকসানের মুখে পড়ছে’ কোম্পানিগুলো।
মিলমালিকদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি খোলা চিনি ১৪০ টাকা ও প্যাকেটজাত চিনির দাম হবে ১৫০ টাকা। নতুন এ দাম আগামী ২২ জুন থেকে কার্যকর করতে চান তারা।
এর আগে খোলা চিনির দাম কেজিতে ২০ টাকা ও প্যাকেটজাত চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে গত ৬ জুন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দেয় সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।
পরে ১১ জুন চিনির দাম বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। তখন প্রতি কেজি খোলা চিনির দাম ১২০ টাকা ও প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করা হয় ১২৫ টাকা।
বর্তমানে এ দামে চিনি বিক্রি হচ্ছে। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ব্যবসায়ীরা চিনি বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এর মাঝে আবার চিনির দাম বাড়াতে চিঠি দিয়েছে সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।
