মহেশখালীতে হবে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল

কক্সবাজারের মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন করবে সরকার। এ টার্মিনালের সক্ষমতা হবে ৬০০ এমএমসিএফ।
এই টার্মিনাল স্থাপনের কাজ পেতে যাচ্ছে দেশীয় কোম্পানি সামিট অয়েল অ্যান্ড শিপিং লিমিটেড। তাদেরকে কাজ দিতে পেট্রোবাংলার প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৪ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব সভার এ সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডকে দেওয়ার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
অন্য কোনো প্রতিষ্ঠান এ টার্মিনাল স্থাপনে আগ্রহী ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।
দেশে বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু আছে। মহেশখালীতে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার এ দুটি টার্মিনালের একটি নির্মাণ করে ইউএসএ-এর এক্সেলরেট এনার্জি। আর অন্যটি নির্মাণ করে সামিট গ্রুপ।
