দাম কমল সয়াবিন তেলের

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেল ও পামওয়েলের দাম কমেছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা করা হয়েছে।
এ ছাড়া প্রতি লিটার খোলা তেলের দাম কমিয়ে ৯ টাকা কমিয়ে ১৬৭ নির্ধারণ করা হয়েছে। আর পামওয়েলের দাম কমেছে ২ টাকা। প্রতি লিটার পামওয়েলের দাম ১৩৩ টাকা করা হয়েছে।
রবিবার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এসব তথ্য জানান। এই দাম আজ থেকেই কার্যকর হচ্ছে বলে জানান তিনি।
দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সপ্তম বৈঠক শেষে তিনি বলেন, আজকের সভায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পেঁয়াজ, আদা, রসুন ও সয়াবিন তেল ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আমদানির অনুমতি দেওয়ার পর পেঁয়াজের দাম কমিয়ে আনা হয়েছে।
বাণিজ্য সচিব বলেন, এখন মিয়ানমার থেকে আদা আনা হবে। চাহিদা অনুযায়ী নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে বলে জানান তিনি।
ঈদের আগে ভোজ্যতেলের দাম আরও এক দফা কমানোর চেষ্টা করা হবে বলেও জানান তপন কান্তি ঘোষ।
