সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি: কৃষি মন্ত্রণালয়

বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
রবিবার (৪ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা বিরাজ করছে। রাজধানীর বিভিন্ন বাজারে মানভেদে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। মাস দেড়েক আগে এর কেজি ছিল ৩০-৪০ টাকা।
এর আগে গত ২১ মে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, পেঁয়াজের বাজারে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমদানি ছাড়া কোনো উপায় নেই।
বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বলেও জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী।
এ ছাড়া পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় মে মাসের মাঝামাঝিতে কৃষি সচিব ওয়াহিদা আক্তার আমদানির হুঁশিয়ারি দিয়েছিলেন।
