সিগারেট-মোবাইলসহ যেসব পণ্যের দাম বাড়বে
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে কয়েকটি পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী।
২০২৩-২৪ অর্থবছরের বাজেট দিতে গিয়ে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বা শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
এর ফলে লেখার কলম, সিমেন্ট, কাজু বাদাম, বাসমতি চাল, চশমা, ফেসিয়াল টিস্যু, টয়লেট টিস্যু, মাইক্রোওয়েল ওভেন, এলপি গ্যাস সিলিন্ডার, প্লাস্টিকের পাত্র, অ্যালুমিনিয়ামের তৈজষপত্র, খেজুর, কাজুবাদাম, বিদেশি টাইলস, সিগারেট, জর্দা-গুল, মোবাইল ফোনসহ বেশকিছু পণ্যের দাম বাড়তে পারে।
এ ছাড়া সিরিশ কাগজ, মাছের টুকরা, আঠা বা গ্লু, চিজ ও দই, চা-কফিমেট, গ্যাস লাইটারের দামও বাড়তে পারে।
কলম
কলম কিনতে আগের চেয়ে বেশি টাকা খরচ হবে। ১৫ শতাংশ ভ্যাট বসানো হয়েছে।
সিগারেট
বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ানো হচ্ছে। তবে বিড়ির দাম অপরিবর্তিত থাকবে।
মোবাইল
স্থানীয় উৎপাদন ও সংযোজন পর্যায়ে ফোনের ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে বাড়বে মোবাইল ফোনের দাম।
বিলাসবহুল গাড়ি
আগামী অর্থবছরেরর বাজেটে ২০০০ সিসির ঊর্ধ্বের গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক ব্যাপকহারে বাড়ানো হয়েছে। তাই উচ্চ সিসির গাড়ি কিনতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে ক্রেতাদের।
কাজুবাদাম
দেশে বাদাম চাষকে উৎসাহিত করার লক্ষ্যে কাজুবাদাম আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে। তাই আমদানিকৃত কাজুবাদামের দাম বাড়বে।
বাসমতি চাল
বাসমতি চাল আমদানিতে বসানো হচ্ছে ভ্যাট। ফলে দাম বাড়বে বাসমতি চালের। এত কাচ্চি অথবা বিরিয়ানির দামও বাড়তে পারে।
সিমেন্ট
নির্মাণসামগ্রীর প্রয়োজনীয় উপাদান সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকার আমদানিতে বর্তমানে টনপ্রতি ৫০০ টাকা সুনির্দিষ্ট শুল্ক আছে। এটি বাড়িয়ে ৭০০ করা হয়েছে। তাই দাম বাড়তে পারে সিমেন্টের।