সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার দেবে ওয়েলফুড
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা (এইচএসকেএস) এবং ওয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। এ বিষয়ে দুপক্ষের মধ্যে একটা সমঝোতা স্বাক্ষর (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এইচএসকেএস। এতে জানানো হয়েছে, রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ওয়েল ফুডের প্রধান নির্বাহী (সিইও) মো. নুরুল ইসলাম ও হাসিমুখ সংস্থার প্রেসিডেন্ট নুসরাত আক্তার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।
সমঝোতা স্বাক্ষর অনুযায়ী, ওয়েল ফুড সপ্তাহে একদিন এইচএসকেএস-এর শিশুদের স্বাস্থ্যকর নুডলস সরবরাহ করবে। শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ করার লক্ষ্যে ওই খাবার প্রস্তুতিতে পুষ্টিকর উপাদান ব্যবহার করা হবে।
ওয়েল ফুডের সিইও মো. নুরুল ইসলাম বলেন, যে শিশুরা একটি সুবিধাবঞ্চিত সমাজ থেকে এসেছে, তাই তাদের পুষ্টি নিশ্চিত করার আগে ক্ষুধা নিবারণ করাটা বেশি গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রদানের পাশাপাশি ওই সকল শিশুদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে আমরা কাজ করতে চাই। এ জন্য সপ্তাহে একদিন বাচ্চাদের নুডলস সরবরাহ করা হবে। ভবিষ্যৎ এটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
হাসিমুখ সংস্থার প্রেসিডেন্ট নুসরাত আক্তার বলেন, আমরা শিশুদের খাবার নিশ্চিত করার পাশাপাশি ওয়েল ফুডকে সহায়তা করবো। খাদ্যদ্রব্য সংগ্রহ করার জন্য একটি নির্দিষ্ট ড্রপ-অফ স্থান ঠিক করে দিবো।
এ ছাড়া, নুডলসের মানের উপর মূল্যবান প্রতিক্রিয়া প্রদান করবে, যাতে তারা নুডলসের খাদ্যমান বজায় রাখতে সক্ষম হয়। এ বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসহ সকল প্রাসঙ্গিক যোগাযোগ চ্যানেলে ওয়েল ফুডকে অন্তর্ভুক্ত করা হবে।
এনএইচবি/এমএমএ/