‘এনআইডি থাকলেই রিটার্ন দাখিলে আনা দরকার’

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এনআইডি যাদের আছে সবাইকে করের আওতায় আনতে পারলে কর জিডিপি রেশিও (অনুপাত) বাড়বে। বর্তমানে সাত থেকে আট শতাংশ রয়েছে, এটা বেড়ে ২০ থেকে ২৫ শতাংশ হবে।
শনিবার (২৭ মে) রাজধানীর পল্টন টাওয়ারে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি। এ স্মরণ সভার আয়োজন করে ইআরএফ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুহিত ভাই অর্থমন্ত্রী থাকার সময় আমি করের আওতা বাড়ানোর জন্য জাতীয় পরিচয়পত্র যাদের আছে, তাদের সবার রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করেছিলাম।’
কিন্তু আজ পর্যন্ত সেটি আমলাতন্ত্রের কারণে হয়নি। এনআইডি যাদের আছে সবাইকে করের আওতায় আনতে পারলে কর জিডিপি রেশিও যা সাত থেকে আট শতাংশ রয়েছে, এটা বেড়ে ২০ থেকে ২৫ শতাংশ হবে, যোগ করেন তিনি।
ইআরএফের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির ও সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ।
ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম অনুষ্ঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে স্মৃতিচারণ করেন ইআরএফের সদস্যরা।
জেডএ/এমএমএ/
