কোরবানির পশুর হাটে অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, ঈদে গরুর ট্রাক ঢাকায় ঢুকতে পারে না। পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গরুর সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়। তাই খুব শিগগিরই কোরবানির পশুর হাট নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক হবে।
ঢাকা সিটি করপোরেশনসহ প্রতি জেলায় অভিযান করা হবে। যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে গরুর দাম বাড়াতে না পারে। ইনজেকশন দিয়ে যেসব পশু মোটাতাজা করা হয়, সেইসব পশু সুস্থ কিনা, তা নিশ্চিত করতে পশুর হাটে অভিযান চালানো হবে।
শনিবার (২৭ মে) তেজগাঁয়ে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা।
প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা।
ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সবাইকে সম্পৃক্ত করে কাজ করতে চাই। এককভাবে কোনো সরকারি প্রতিষ্ঠান কাজ করতে পারবে না। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে সবাইকে অংশগ্রহণ করতে হবে। একদিকে যেমন ভোক্তাকে সচেতন হতে হবে, অন্যদিকে ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। অবৈধ ব্যবসায়ীরাও ধীরে ধীরে পরিবর্তন হবেন।’
মহাপরিচালক বলেন, অধিদপ্তরের চলমান ডিজিটাল প্রচার-প্রচারণা কার্যক্রমসহ অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম, অভিযোগ নিষ্পত্তি ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার রক্ষায় সকলে সম্মিলিতভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেডএ/এমএমএ/
