বেশি দামে চিনি বিক্রি করলেই অ্যাকশন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ট্যারিফ কমিশন সার্বিক দিক বিবেচনা করে চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। তারপরও বাজারে বাড়তি দামে চিনি বিক্রি করা হলে আগামী সপ্তাহ থেকেই অ্যাকশনে যাব। আজকে চিনির দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি নির্ধারিত দামে বিক্রি না হয়, তাহলে ভোক্তা অধিকার তো আছেই।
বৃহস্পতিবার (১১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সমস্যা হচ্ছে, খুব বেশি চাপ দিলে বাজার থকে পণ্য উধাও হয়ে যায়। তখন উভয় সংকটে পড়ে যাই। বৈশ্বিক বাজার বিবেচনায় নিয়ে আমরা একটি মূল্য নির্ধারণ করে দিয়েছি।
টিপু মুনশি বলেন, আমাদের ৯৯ শতাংশ চিনি আমদানি করতে হয়। এসব কারণে বিদেশের উপর আমাদের নির্ভরশীলতা বেশি। বৈশ্বিক দাম বাড়লে আমাদের উপর প্রভাব পড়বেই। আবার কিছু অসৎ ব্যবসায়ী সুবিধাও নেয়। সবকিছু বিবেচনা করেই আমরা চিনির একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমরা দেখছি, তাদের (ব্যবসায়ীদের) অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়।
বেশ কিছুদিন ধরে বাজার থেকে প্যাকেটজাত চিনি উধাও। প্যাকেটজাত চিনির দামও বাড়তি নেওয়া হচ্ছে। এ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কী চলছে, সেটা বড় কথা নয়। ট্যারিফ কমিশন দেখে কত দামে আমদানি করা হয়েছে, তার একটি গড় মূল্য নিয়ে দাম নির্ধারণ করা হয়। ব্যবসায়ীরা তো আমাদের সঙ্গে এ দাম নির্ধারণে একমত হয়েছেন। তাই ব্যবসায়ীদের দাম বাড়ানোর সুযোগ নেই। দেখা যাক, তা না মানলে পরের সপ্তাহ থেকেই আমরা বাজারে অ্যাকশনে যাব।
এসজি
