বেলাবতে ৫০০ একর জমিতে হচ্ছে অ্যাপারেল পার্ক
কোভিডকালীন সময়েও আমরা বসে থাকিনি উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন কাজ হচ্ছে। নতুন নতুন কর্মসংস্থান ও শিল্পায়ন বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। নরসিংদীর বেলাবতে ৫০০ একর জমি নিয়ে একটি অ্যাপারেল পার্ক করার প্রস্তাব দিয়েছি। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে নরসিংদীর উন্নয়ন ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বেলাবতে পাঁচটি রাস্তা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (২২ জানুয়ারি) বেলাব উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন শিল্পমন্ত্রী।
প্রকল্পগুলোর মধ্যে 'নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প' এর আওতায় রাস্তা ৪টি হচ্ছে-চর উজিলাব বাবৈচা-বেলাব ডিসি রোড ভায়া তানিয়া মেম্বারের বাড়ি- নয়নের বাড়ি পাকা রাস্তা (৮০০ মিটার), সীমের গোপাট-চর লক্ষ্মীপুর প্রাইমারী স্কুল রাস্তা (৫০০ মিটার), টানলক্ষ্মীপুর নুরু ফকির মাজার- রঙ্গার বাড়ি রাস্তা (১ কিলোমিটার), বীরবাঘবে রেনু মেম্বারের বাড়ি থেকে দক্ষিণ ধুরু স্কুল ভায়া ইদ্রিস সিদ্দিকের বাড়ি (১ কিলোমিটার) এবং 'ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প' এর আওতায় বেলাব বাজার-দুলালকান্দি রাস্তা (৩.০৯ কিলোমিটার)।
জেডএ/এসআইএইচ